তাঁদের দু’জনের চিৎকার শুনে তড়িঘড়ি ছুটে আসেন পাশের বাড়ির এক ব্যক্তি। তবে তিনি এসে সেখানে কিছুই দেখতে পাননি। এরপর দ্রুত আহত দু’জনকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিয়ে আতঙ্ক ছড়িয়েছে।
আরও পড়ুন: অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে হানাবাড়ি বলে ভ্রম হতে পারে! আতঙ্ক নিয়েই চলছে পড়াশোনা
advertisement
অজানা জন্তুর এই আক্রমণ প্রসঙ্গে আক্রান্তদের এক পরিজন সম্রাট ঘোষ জানান, তিনি পাশেই এক দোকানে বসেছিলেন। তখনই এক শিশুর চিৎকারের আওয়াজ শুনে তিনি তড়িঘড়ি ছুটে যান। সেখানে দেখতে পান একটি অজানা জন্তু সেই শিশুটির পা কামড়ে ধরেছে। পরবর্তীতে সেই শিশুটি তাঁর পাশে পড়ে থাকা একটি লাঠি দিয়ে জন্তুটিকে আঘাত করে। ঠিক তখনই তাকে ছেড়ে আরেকজন ব্যক্তিকে কামড়ায় সেই অজানা জন্তুটি। বিষয়টি নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আহত মহিলা জানান, জন্তুটিকে দেখতে অনেকটা চিতাবাঘের মত। তবে সেটি আদৌ চিতা বাঘ কি না সে বিষয়ে কোনও প্রমাণ তাঁর কাছে নেই। তবে জন্তুটির আক্রমণে তাঁরা বেশ অনেকটাই জখম হয়েছেন। ঘটনার পর থেকেই গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা রীতিমত আতঙ্কে আছেন। বাচ্চাদের বাড়ি থেকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না। তবে এখনও পর্যন্ত বন দফতরের পক্ষ থেকে সেই আক্রমণ চিতাবাঘের কিনা সেই বিষয়ে কোনও সঠিক তথ্য পাওয়া যায়নি।
সার্থক পণ্ডিত