দিনহাটা বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের উদয়ন গুহ হেরে গিয়েছিলেন বিজেপির নিশীথ প্রামাণিকের কাছে। তবে বিধানসভা নির্বাচনে জেতার পর নিশীথ প্রামানিক সিদ্ধান্ত নেন বিধায়ক নয় সাংসদ পদের দায়িত্বে থাকবেন তিনি । এই সিদ্ধান্তের পরেই দিনহাটায় উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের উদয়ন গুহ৷ নির্বাচনে ব্যাপক সন্ত্রাস করে বিপুল ব্যবধানে অশোক মন্ডল বিজেপি প্রার্থী কে হারিয়েছিলেন বলে অভিযোগ ওঠে উদয়ন গুহের বিরুদ্ধে৷
advertisement
আরও পড়ুন: সেফটি ট্যাংকে পড়ে মৃত শিশু, পরিবারের দাবি 'জীবিত'! চুঁচুড়ায় প্রবল চাঞ্চল্য
সম্প্রতি পৌরসভা নির্বাচনেও বিরোধী বিজেপি ও বামেরা অভিযোগ করে উদয়ন গুহ সন্ত্রাস করেছে। যে কারণে উপনির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেন বিজেপি ও বাম প্রার্থীরা। তবে একতরফা ভাবে জয়কে ভালো চোখে দেখে নেয়নি তৃণমূল কংগ্রেসের হাইকমান্ড। কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেসের নেতৃত্ব দের একাংশের রোষের মুখে পড়তে হয়েছিল উদয়ন গুহকে।
আরও পড়ুন: পুতিনের পরিণতি কী? সেই বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী শুনেই চমকে যাচ্ছে বিশ্ব! এবারও মিলবে?
তাই এবারে একধাপ এগিয়ে উদয়ন গুহ নিজেই ঘোষণা করে দিলেন আগামী পঞ্চায়েত নির্বাচনে বাড়তি দায়িত্ব নিয়ে বিরোধী দলের মনোনয়ন জমা দিতে দেবে তৃণমূল কংগ্রেস। যদিও বিজেপি বিধায়ক মালতী রাভা পাল্টা বলেন উদয়ন গুহকে দায়িত্ব নিতে হবেনা। উনি সন্ত্রাস করে নির্বাচনে জয়ী হয়েছেন তা দিনহাটার মানুষ জানেন। পঞ্চায়েত নির্বাচনে বিজেপি সব আসনে প্রার্থী দেবে ও জয়ী হবে দিনহাটায়৷