TRENDING:

Udayan Guha: 'শাশুড়ি আগে আসে, বউ পরে!' লাল তৃণমূল বলায় দলেরই নেতাদের জবাব দিলেন উদয়ন

Last Updated:

রাখঢাক না করেই এর পর কোচবিহারে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কথা প্রকাশ্যে আনেন উদয়ন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শুভঙ্কর সাহা, মেখলিগঞ্জ: নতুন বনাম পুরনো তৃণমূলের দ্বন্দ্বে এবার ঘি ঢাললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ৷ তাঁর মতো যাঁরা একসময় বাম রাজনীতি করে তৃণমূলে এসেছেন, তাঁদের সঙ্গে আদি তৃণমূলীদের সম্পর্ক বোঝাতে সংসারে শাশুড়ি-বৌমার সম্পর্কের তুলনা টানলেন উদয়ন গুহ৷ মেখলিগঞ্জের একটি সভা থেকেই এই মন্তব্য করেন তিনি৷
ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে এসেছিলেন উদয়ন গুহ৷
ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে এসেছিলেন উদয়ন গুহ৷
advertisement

উদয়ন গুহ বলেন, ‘সংসারে শাশুড়ি আগে আসে বউ পরে আসে৷ আস্তে আস্তে বউ সংসার সামলানোর দায়িত্ব হাতে নিয়ে নেয়৷ শাশুড়ি আঁচল থেকে চাবিটা খুলে বৌমার হাতে তুলে দেন৷ শাশুড়ি তো এ কথা বলেন না যে বৌমার দেওয়ানিগিরি চলবে না কারণ বৌমা পরে এসেছে আমি আগে এসেছি৷ শাশুড়ি যখন বোঝে যে আমার কোমরের জোর কমে গিয়েছে তখন শাশুড়ি চাবিটা নিজেই বৌমার হাতে তুলে দেন৷’

advertisement

আরও পড়ুন: বাবার প্রেমিকাকে কুপিয়ে খুন করল নাবালক, ইএম বাইপাসের উপরে হাড় হিম করা ঘটনা! ধৃত ৩

মেখলিগঞ্জের ওই সভায় উপস্থিত ছিলেন উদয়ন শিবিরের নেতা হিসেবে পরিচিত কোচবিহারের জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক৷ তাঁর নাম করেই উদয়ন এর পর বলেন, ‘আমাদের দলের ভিতরে যে শাশুড়িরা আছেন তাঁদের বলব সংসারের চাবিটা আমাদের বাড়ির সবথেকে নতুন বউ অভিজিৎ দে ভৌমিকের হাতে তুলে দেওয়া৷ তাতে দলটা শক্তিশালী হবে৷’

advertisement

রাখঢাক না করেই এর পর কোচবিহারে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কথা প্রকাশ্যে আনেন উদয়ন৷ তিনি বলেন, ‘এই জেলার কিছু নেতা আমার নাম দিয়েছে লাল তৃণমূল৷ হ্যাঁ আমার শরীরের প্রত্যেকটি রক্তবিন্দুর রং লাল৷ বিজেপি যখন মেরে আমার হাত ভেঙে দিয়েছিল, ডাক্তার যখন কলকাতায় অপারেশন করে লোহার রড ঢুকিয়ে হাতটা জোড়া লাগিয়েছিলেন, তখনও লাল রংয়ের রক্তই বেরিয়েছিল৷ রক্তের রং কখনও সবুজ করা যায় না৷ রক্তের রংটা লালই থাকে৷ তা সে ১৯৯৮ সালের তৃণমূলী হোক বা আমার মতো ২০১৫ সালের তৃণমূলী হোক৷ রক্তের রং সবারই লাল৷’

advertisement

নিজের জেলাতেই তাঁর বিরোধী শিবিরের নেতাদের নাম না করেই এর পর উদয়ন বলেন, ‘মেখলিগঞ্জের এই সভায় যতদূর চোখ যাচ্ছে সবাই তো লাল তৃণমূল৷ কারণ এই মেখলিগঞ্জ এক সময় ফরওয়ার্ড ব্লকের দুর্গ ছিল৷ সেই মানুষগুলিই যদি মানসিকতা বদল করে সিংহ চিহ্নে ভোট না দিয়ে জোড়াফুল চিহ্নে ভোট না দিতেন তাহলে কিন্তু তৃণমূল এখানে জিতত না৷ উদয়ন গুহ লাল তৃণমূল হতে পারে, এঁদের কি আপনি বলতে পারবেন লাল তৃণমূল ভোটার?’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

২০২৪ সালের লোকসভা নির্বাচনে কোচবিহার থেকে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস৷ কিন্তু তার পরেও যে দলের অন্তর্দ্বন্দ্ব কমেনি, প্রকাশ্যেই তা বুঝিয়ে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী.

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Udayan Guha: 'শাশুড়ি আগে আসে, বউ পরে!' লাল তৃণমূল বলায় দলেরই নেতাদের জবাব দিলেন উদয়ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল