EM Bypass Murder: বাবার প্রেমিকাকে কুপিয়ে খুন করল নাবালক, ইএম বাইপাসের উপরে হাড় হিম করা ঘটনা! ধৃত ৩

Last Updated:

বৃহস্পতিবার রাত সাড়ে ন টা নাগাদ ই এম বাইপাসের মেট্রোপলিটন মোড়ের কাছে একটি জনপ্রিয় রেস্তোরাঁর সামনে এই হাড় হিম করা ঘটনা ঘটে৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
কলকাতা: বাবার বিবাহ বহির্ভূত সম্পর্কে পরিবারে অশান্তি। মাকে ও খুড়তুতো ভাইকে সঙ্গে নিয়ে ই এম বাইপাসের উপরে বাবার বান্ধবীকে কুপিয়ে খুন করল নাবালক৷ বৃহস্পতিবার রাতে ই এম বাইপাসের উপরে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াল৷
এই ঘটনায় অভিযুক্ত নাবালক ছেলে, তার মা এবং তার খুড়তুতো ভাইকে গ্রেফতার করেছে পুলিশ৷ বৃহস্পতিবার রাত সাড়ে ন টা নাগাদ ই এম বাইপাসের মেট্রোপলিটন মোড়ের কাছে একটি জনপ্রিয় রেস্তোরাঁর সামনে এই হাড় হিম করা ঘটনা ঘটে৷
advertisement
advertisement
জানা গিয়েছে, কলিন লেনের বাসিন্দা মহম্মদ ফারুক আনসারি নামে এক ব্যক্তির সঙ্গে রাফিয়া সাকিল শেখ নামে এক যুবতীর সম্পর্ক ছিল৷ এই সম্পর্ককে ঘিরেই ফারুখের সঙ্গে তাঁর স্ত্রী শাহজাদি ফারুখ এবং ১৬ বছরের ছেলের অশান্তি চলছিল৷
বৃহস্পতিবার সন্ধ্যায় বান্ধবী রাফিয়াকে নিয়ে গাড়িতে করে বেরিয়েছিলেন ফারুখ৷ ই এম বাইপাসের মেট্রোপলিটন মোড়ের কাছে জনপ্রিয় একটি রেস্তোরাঁর পাশে চায়ের দোকানের সামনে ছিলেন তাঁরা৷ ফারুখের গাড়ির জিপিএস ট্র্যাক করে সেখানে পৌঁছন তাঁর স্ত্রী এবং ১৬ বছরের ছেলে৷ সঙ্গে ছিল ফারুখের এক ভাইপো৷ কিছু বুঝে ওঠার আগেই ফারুখ এবং তার বান্ধবীর উপরে হামলা চালান ওই তিন জন৷ ফারুখের বান্ধবীকে ছুরি দিয়ে কোপাতে থাকে ওই নাবালক৷
advertisement
ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় ওই যুবতীকে উদ্ধার করে৷ যদিও এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ওই যুবতীর মৃত্যু হয়৷ ঘটনার পর থেকেই ওই যুবতীর প্রেমিক ফারুখ পলাতক৷ তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ৷
এই ঘটনায় ফারুখের স্ত্রী এবং তাঁর সঙ্গে থাকা ওয়াসিম নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে৷ আজ তাদের আলিপুর আদালতে পেশ করা হবে৷ ফারুখের নাবালক ছেলেকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
EM Bypass Murder: বাবার প্রেমিকাকে কুপিয়ে খুন করল নাবালক, ইএম বাইপাসের উপরে হাড় হিম করা ঘটনা! ধৃত ৩
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement