EM Bypass Murder: বাবার প্রেমিকাকে কুপিয়ে খুন করল নাবালক, ইএম বাইপাসের উপরে হাড় হিম করা ঘটনা! ধৃত ৩
- Reported by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
বৃহস্পতিবার রাত সাড়ে ন টা নাগাদ ই এম বাইপাসের মেট্রোপলিটন মোড়ের কাছে একটি জনপ্রিয় রেস্তোরাঁর সামনে এই হাড় হিম করা ঘটনা ঘটে৷
কলকাতা: বাবার বিবাহ বহির্ভূত সম্পর্কে পরিবারে অশান্তি। মাকে ও খুড়তুতো ভাইকে সঙ্গে নিয়ে ই এম বাইপাসের উপরে বাবার বান্ধবীকে কুপিয়ে খুন করল নাবালক৷ বৃহস্পতিবার রাতে ই এম বাইপাসের উপরে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াল৷
এই ঘটনায় অভিযুক্ত নাবালক ছেলে, তার মা এবং তার খুড়তুতো ভাইকে গ্রেফতার করেছে পুলিশ৷ বৃহস্পতিবার রাত সাড়ে ন টা নাগাদ ই এম বাইপাসের মেট্রোপলিটন মোড়ের কাছে একটি জনপ্রিয় রেস্তোরাঁর সামনে এই হাড় হিম করা ঘটনা ঘটে৷
আরও পড়ুন: লিভ ইন করলে ভরতে হবে ১৬ পাতার ফর্ম, জানাতে হবে অতীত সম্পর্কের কথা! নতুন নিয়ম উত্তরাখণ্ডে
advertisement
advertisement
জানা গিয়েছে, কলিন লেনের বাসিন্দা মহম্মদ ফারুক আনসারি নামে এক ব্যক্তির সঙ্গে রাফিয়া সাকিল শেখ নামে এক যুবতীর সম্পর্ক ছিল৷ এই সম্পর্ককে ঘিরেই ফারুখের সঙ্গে তাঁর স্ত্রী শাহজাদি ফারুখ এবং ১৬ বছরের ছেলের অশান্তি চলছিল৷
বৃহস্পতিবার সন্ধ্যায় বান্ধবী রাফিয়াকে নিয়ে গাড়িতে করে বেরিয়েছিলেন ফারুখ৷ ই এম বাইপাসের মেট্রোপলিটন মোড়ের কাছে জনপ্রিয় একটি রেস্তোরাঁর পাশে চায়ের দোকানের সামনে ছিলেন তাঁরা৷ ফারুখের গাড়ির জিপিএস ট্র্যাক করে সেখানে পৌঁছন তাঁর স্ত্রী এবং ১৬ বছরের ছেলে৷ সঙ্গে ছিল ফারুখের এক ভাইপো৷ কিছু বুঝে ওঠার আগেই ফারুখ এবং তার বান্ধবীর উপরে হামলা চালান ওই তিন জন৷ ফারুখের বান্ধবীকে ছুরি দিয়ে কোপাতে থাকে ওই নাবালক৷
advertisement
ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় ওই যুবতীকে উদ্ধার করে৷ যদিও এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ওই যুবতীর মৃত্যু হয়৷ ঘটনার পর থেকেই ওই যুবতীর প্রেমিক ফারুখ পলাতক৷ তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ৷
এই ঘটনায় ফারুখের স্ত্রী এবং তাঁর সঙ্গে থাকা ওয়াসিম নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে৷ আজ তাদের আলিপুর আদালতে পেশ করা হবে৷ ফারুখের নাবালক ছেলেকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হবে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 31, 2025 9:29 AM IST










