TRENDING:

সাইকেল নিয়ে যাচ্ছে ২ যুবক, পেছনে ধাওয়া মালিকের! তারপর যা হল...মারধরের অভি‌যোগ

Last Updated:

প্রতিবছর পুজো আসতেই শহরের বিভিন্ন এলাকা থেকে সাইকেল চুরির ঘটনা ঘটে থাকে। আর এই বিষয়টি যেন শহরের মানুষের কাছে একেবারেই নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: প্রতিবছর পুজো আসতেই শহরের বিভিন্ন এলাকা থেকে সাইকেল চুরির ঘটনা ঘটে থাকে। আর এই বিষয়টি যেন শহরের মানুষের কাছে একেবারেই নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে এবার আর শেষ রক্ষা হল না। প্রকাশ্য দিবালোকে এবার সাইকেল চোর সন্দেহে হাতেনাতে ধরা পরল দুই যুবক।
সাইকেল নিয়ে যাচ্ছে ২ যুবক, পেছনে ধাওয়া মালিকের! তারপর যা হল...মারধরের অভি‌যোগ
সাইকেল নিয়ে যাচ্ছে ২ যুবক, পেছনে ধাওয়া মালিকের! তারপর যা হল...মারধরের অভি‌যোগ
advertisement

আর এই ঘটনায় মুহূর্তে প্রচুর মানুষের ভিড় জমে যায় রাস্তায়। কোচবিহার শহরের নরসিংহ দিঘী সংলগ্ন এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ।

আরও পড়ুন: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ! কলকাতা-সহ ৮ জেলায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি, সঙ্গে প্রবল বজ্রপাত! আবার তবে কি…

advertisement

স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, “বেশ কিছুদিন ধরে কোচবিহার শহরের নরসিংহ দিঘী সংলগ্ন এলাকা থেকে সাইকেল চুরির ঘটনা ঘটছিল। তবে এদিন কোচবিহার এক সাইকেল মালিক দুই যুবককে চোর সন্দেহে আটক করে। তারপর এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। ঘটনাস্থলে উপস্থিত উত্তেজিত বেশ মানুষ গণপিটুনিও দেয় আটক করা দুই যুবককে। তারপর পুলিশ এলে আটক করে দুই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।”

advertisement

View More

এই ঘটনায় সাইকেল মালিক জানান, “এদিন তিনি কোচবিহার শহরের নরসিংহ দিঘী সংলগ্ন এলাকায় সাইকেল রেখে কিছু কাজ করতে যান। ফিরে আসতেই তার নজরে আসে দু’জন যুবক তাঁর সাইকেল নিয়ে ওখান থেকে যাচ্ছে। তখন তিনি পিছু নেন দুই যুবকের। এরপর তাঁদের মদনমোহন বাড়ি সংলগ্ন এলাকায় এসে ধরে ফেলেন। তারপর আবার তিনি দু’জনকে নিয়ে আসেন নরসিংহ দিঘি এলাকায়। এরপর তাদের দিঘির কিনারে বেধে রাখা হয়। পরে পুলিশ তাঁদের বিরুদ্ধে অভিযোগ করে দু’জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।”

advertisement

আরও পড়ুন: দু সপ্তাহের মধ্যেই… হাইকোর্টের নির্দেশের পরেই নিয়োগে তৎপর ! উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় খবর

পুলিশ সূত্রে জানা গিয়েছে, “স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে ইতিমধ্যেই বেশ কিছু অভিযোগ আসছিল এই স্থান থেকে সাইকেল চুরির ঘটনার। তবে এদিন স্থানীয় মানুষেরা দুই যুবককে চোর সন্দেহে আটক করে। এবং পুলিশ এলাকায় পৌঁছলে দু’জনকে পুলিশের হাতে তুলে দেয়।” তবে স্থানীয় মানুষেরা জানান এই ধরনের চুরির সঙ্গে আরও কিছু লোক যুক্ত রয়েছে। তাই স্থানীয় মানুষরা সবসময় নিজেদের গাড়ি বাইক নজরে রাখছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
সাইকেল নিয়ে যাচ্ছে ২ যুবক, পেছনে ধাওয়া মালিকের! তারপর যা হল...মারধরের অভি‌যোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল