TRENDING:

Two Teenage Girls Death: বড়দের ছাড়াই একসঙ্গে পুকুরের স্নান করতে গিয়েছিল, ভয়ঙ্কর পরিণতি দুই কিশোরীর...

Last Updated:

Two Teenage Girls Death: মৃত দুই কিশোরীর একজনের নাম মৌসুমী পারভিন (১২)। অপরজনের নাম নুর বানু (৯)। এদিন দুপুরে দুজনে একসঙ্গে পুকুরে স্নান করতে গিয়েছিল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: আচমকাই পুকুরে ডুবে মৃত্যু হল দুই কিশোরীর। আকস্মিক এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘুঘুমারী গ্রাম পঞ্চায়েত এলাকার গাঙ্গালের কুঠিতে। পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যায় ওই দুই কিশোরী। স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।
প্রতিকী ছবি (ছবি সৌজন্য - ইন্টারনেট)
প্রতিকী ছবি (ছবি সৌজন্য - ইন্টারনেট)
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দুই কিশোরীর একজনের নাম মৌসুমী পারভিন (১২)। অপরজনের নাম নুর বানু (৯)। এদিন দুপুরে দুজনে একসঙ্গে পুকুরে স্নান করতে গিয়েছিল। আচমকাই জলে ডুবে যায় তারা। স্থানীয়রা তৎপরতার সঙ্গে দুজনকে উদ্ধার করেন জল থেকে। তারপর দ্রুত তাদেরকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।

advertisement

আরও পড়ুন: পেটের দায়ে বিহার থেকে বাংলায় কাজে এসেছিলেন, নদীতে নামতেই ভয়ঙ্কর পরিণতি দুই তরুণীর

কোতোয়ালি থানা সূত্রে জানা গিয়েছে, দুজনের মৃতদেহ ময়নাতদন্তের পর তুলে দেওয়া হবে পরিবারের হাতে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে জলে ডুবে যাওয়ার কারণেই মৃত্যু হয়েছে দু’জনের। একইসঙ্গে গ্রামের দুই কিশোরীর মৃত্যুতে সকলে ভেঙে পড়েছেন।

advertisement

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Two Teenage Girls Death: বড়দের ছাড়াই একসঙ্গে পুকুরের স্নান করতে গিয়েছিল, ভয়ঙ্কর পরিণতি দুই কিশোরীর...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল