এবছরও আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের চুয়াপাড়া চা বাগান এলাকার শ্রমিক পরিবারের দুই সন্তান নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাঁদের নাম গুড্ডি ওরাওঁ এবং অরূপ ওঁরাও। চুয়াপাড়া চা বাগানের চা শ্রমিকদের সন্তান তারা। চুয়াপাড়া চা বাগান এলাকার বাসিন্দারা গর্বিত তাঁদের জন্য। আর্থিক পরিস্থিতি ঠিক না থাকার কারণে মোবাইলে ইউটিউব দেখে পড়াশোনা করেছে এই দুই পড়ুয়া। এই বিষয়ে গুড্ডি ওরাওঁ বলেন, ” আমি গত বছরও নিট পরীক্ষা দিয়েছিলাম কিন্তু সেই সময় সাফল্য পাইনি। এই বছর আমি পূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়েছি এবং আমি পরীক্ষায় উত্তীর্ণও হয়েছি। বাবা-মা আমার জন্য অনেক সংগ্রাম করেছেন। পরীক্ষার জন্য আমারও কোচিং দরকার ছিল কিন্তু আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে আমি কেবল মোবাইলে দেখে পড়াশোনা করেছি। অনেক সমস্যার মুখোমুখি হয়েও আমি হাল ছাড়িনি। অবশেষে আমি সাফল্য পেয়েছি।”
advertisement
এই বিষয়ে অরূপ ওঁরাও বলেন, “আমি আমার বাবা-মায়ের সাহায্যে কঠোর পরিশ্রম করেছি এবং আমি এই সাফল্য পেয়েছি। আমি শুধু এটুকু বলতে চাই যে, জীবনে উত্থান-পতন আসবেই, আমাদের হাল ছাড়া উচিত নয়।”
সংগ্রামময় জীবনে এই চা বাগানের পড়ুয়ারা দেখাচ্ছে এক নতুন দিগন্ত। গুড্ডি, অরূপদের দেখে এলাকার আরও পড়ুয়ারা সফলতার সিঁড়িতে উঠবে আশা এলাকাবাসীদের। নিট পরীক্ষায় সফল অরূপ ডাক্তারি পড়তে যাচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এবং গুড্ডি পড়বে কোচবিহার মেডিকেল কলেজে।