তৃণমূলের এদিনের কর্মসূচি ঘিরে যাতে কোনও উত্তেজক পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য আগে থেকেই প্রস্তুত ছিল প্রশাসন। নিশীথ প্রামাণিকের বাড়ির চতুর্দিকে জারি করা হয়েছিল ১৪৪ ধারা। রাখা ছিল ব্যারিকেডও। মন্ত্রীর নিরাপত্তায় মোতায়োন করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী।
বাড়ছে আতঙ্ক! এবার অ্যাডিনোভাইরাসে মৃত্যু কলকাতার আড়াই বছরের শিশুর
এদিন অবস্থান কর্মসূচি চলাকালীন এলাকার তৃণমূল নেতৃত্ব জানান, তাঁরা শান্তিপূর্ণ ভাবেই অবস্থান বিক্ষোভ পালন করছেন। কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার ইচ্ছে তাঁদের নেই।
advertisement
যদিও অভিষেক বন্দ্যোপাধ্যেয়ের এই ঘেরাও নির্দেশকে সহজ ভাবে নেয়নি রাজ্যের বিজেপি নেতৃত্ব। খানিক হুঁশিয়ারির সুরেই সুকান্ত মজুমদারকে বলতে শোনা যায়, "এই নোংরা রাজনীতি যদি বন্ধ না হয়, আমরা অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ি ঘেরাও করব। যে সংখ্যায় তৃণমূল লোক নিয়ে আসবে, তার দ্বিগুণ সংখ্যক লোক নিয়ে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করব।"
আরও পড়ুন: 'ডিএ দেব না কখনও বলিনি, অর্থনৈতিক সংস্থান হোক, নিশ্চই দেব!' এবার আশ্বাস তৃণমূলনেতার
একই হুঁশিয়ারি শোনা যায় বিজেপি নেতা সৌমিত্র খাঁয়ের মুখেও। তাঁর দাবি, বিজেপি যদি মনে করে, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে দিল্লি থেকে ২ মিনিটে উচ্ছেদ করে দিতে পারে তারা। অন্যদিকে, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের কথায়, "ওঁরা যদি রাজনীতিটাকে এই দিকে নিয়ে যেতে চান শুধু অভিষেক বন্দ্যোপাধ্য়ায় কেন, মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করব আমরা।"
সম্প্রতি, কোচবিহারের মাথাভাঙায় কলেজ ময়দানে গিয়ে BSF-র বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাবি করেন, বিএসএফ-র গুলিতে মৃত্যু হয়েছে দিনহাটা ১ নম্বর ব্লকের গিতলদহ এলাকার ভাড়বাধা গ্রামের তরুণ যুবক প্রেম কুমার বর্মণের। শুধু তাই নয়, অভিষেক জানান, ওই রাজবংশী যুবকের ময়নাতদন্তের রিপোর্ট নাকি বলছে, বিএসএফ-র ১৮০টি গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল প্রেম কুমারের শরীর। ওইদিন, মৃত যুবকের মা-কেও সান্ত্বনা দিতে দেখা যায় অভিষেককে।
সেই সময়েই রাজবংশী ইস্যুতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের ডাক দেন তিনি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর জবাবদিহির দাবিতে ১৯ ফেব্রুয়ারি নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও করার ডাক দিয়ে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, "অমিত শাহর ডেপুটি নিশীথ প্রামাণিক কোচবিহারের সাংসদ তাঁর নাকের ডগায় বিএসএফ গিয়ে রাজবংশীদের হত্যা করছে। ক্ষমতা থাকলে অবস্থান স্পষ্ট করুন। এর বিরুদ্ধে অবস্থান করব আমরা। আগামী ১৯ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যে ছ’টা পর্যন্ত নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও হবে ও অবস্থান বিক্ষোভ চলবে।"