DA || Nabanna: 'ডিএ দেব না কখনও বলিনি, অর্থনৈতিক সংস্থান হোক, নিশ্চই দেব!' এবার আশ্বাস তৃণমূলনেতার

Last Updated:

আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক। যাঁরা ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটিতে রয়েছেন তাদেরও আগামী সোমবার কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতা: ডিএ ইস্যুতে ক্রমশ সরগরম হচ্ছে রাজ্য। বকেয়া ডিএ মেটানোর দাবিতে, সরকারি কর্মচারীদের একাধিক সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চ আগামী সোম এবং মঙ্গলবার কর্মবিরতির ডাক দিয়েছে। অন্যদিকে, এই কর্মবিরতি নিয়ে কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকারও। শনিবারই একটি কড়া নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক। যাঁরা ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটিতে রয়েছেন তাদেরও আগামী সোমবার কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে এবার কর্মচারীদের কর্মবিরতি নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান মানস ভুঁইয়া।
তাঁর বক্তব্য, "সরকারি কর্মচারীদের একটা অংশ অভূতপূর্ব পরিস্থিতি তৈরি করেছেন। যাঁরা সরকার বা মুখ্যমন্ত্রীর উপরে বিষোদ্গার করছেন। আগামিকাল ও পরশু পেন-ডাউন করে সরকারি বিরোধিতায় নামছেন। সরকারের বিরোধিতা মানে সরকারের কাজের বিরোধিতা। সরকারি কাজ থেকে দূরে থাকা৷ কাজ না হলে রাজ্যের মানুষ বঞ্চিত হবেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই অবস্থান করা হচ্ছে।"
advertisement
আরও পড়ুন: সোম-মঙ্গলে সরকারি দফতরে কর্মবিরতি মানবে না রাজ্য, কড়া নির্দেশ নবান্নের
এর পরেই বামেদের বিরুদ্ধে তোপ দেগে তাঁর মন্তব্য, " কাল ও পরশু তাদের পেন ডাউন অত্যন্ত দূর্ভাগ্যজনক। বামেরা পিছন থেকে এঁদের মদত দিচ্ছেন, যা অত্যন্ত খারাপ। মমতা বন্দ্যোপাধ্যায় কখনও মনে করেন না, যে ডিএ দেওয়া হবে না৷ ডিএ দেবেন তিনি বলেছেন। কেন্দ্রীয় সরকার বাংলার অর্থনীতি অবরুদ্ধ করার চেষ্টা করছে। এর পরেও ১০০ দিনের কাজের টাকা, নানা প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার। আমরা ডিএ দেব না কখনও বলিনি। অর্থনৈতিক সংস্থান হোক, নিশ্চই দেব।"
advertisement
advertisement
আরও পড়ুন: জিএসটি বাবদ রাজ্যের বকেয়া মেটাবে কেন্দ্র, তবে শর্ত দিলেন নির্মলা
যদিও তার এই আবেদন রাখতে রাজি নন আন্দোলনকারীরা। যৌথ মঞ্চের আন্দোলনকারী অনিমেষ হালদার বলেন, "সরকারের উচিত ছিল এই ন্যায্য দাবির পরিপ্রেক্ষিতে চলা অনশনকে মান্যতা দিয়ে আলোচনায় বসা। তাঁরা এখন বিমাতৃসুলভ, উদ্ধত আচরণ করছেন। এই আন্দোলনের ফলে যখন সমস্ত সরকারি দফতরে কর্মবিরতি পালন হতে চলেছে, তখনই তাঁরা ফরমান জারি করলেন। তাতে এই আন্দোলনের মাত্রা আরও বেড়েছে। বিভিন্ন প্রান্ত থেকে সামাজিক মাধ্যমে আমাদের কাছে খবর আসছে যে, আন্দোলনকারীরা আরও দৃঢ়প্রতিজ্ঞ হয়েছেন। আমরা এমনিই বঞ্চনার শিকার। তাতে যদি আরও দুদিনের মাইনে কাটা হয়, তাহলে কাটুক। আইনের লড়াই এই ফরমানের বিরুদ্ধেও চলবে। তার পাশে রাস্তার আন্দোলনও জারি থাকবে।"
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
DA || Nabanna: 'ডিএ দেব না কখনও বলিনি, অর্থনৈতিক সংস্থান হোক, নিশ্চই দেব!' এবার আশ্বাস তৃণমূলনেতার
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement