TRENDING:

উত্তরের চা-বলয়ের জেলায় সংগঠনে একাধিক বদল আনল তৃণমূল কংগ্রেস

Last Updated:

নয়া দায়িত্বে জোর স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নজরে উত্তরের সব জেলা। বিশেষ করে চা-বলয় ও তাকে কেন্দ্র করে গড়ে ওঠা জেলার রাজনৈতিক লড়াই৷ তাই উত্তরের জেলার সংগঠনে একাধিক বদল আনল তৃণমূল কংগ্রেস। বুথ স্তর থেকে শুরু করে সংগঠনের একাধিক স্তরে এবার বদল করল জোড়া ফুল শিবির। বিভিন্ন সময়ে দলের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছিল বেশ কিছু ক্ষেত্রে তারা নয়া মুখকে তুলে নিয়ে আসবে। এবার সেই কাজই সুষ্ঠু ভাবে সম্পন্ন করে ফেলল তৃণমূল কংগ্রেস। ফলে চা-বলয় থেকে শুরু করে দার্জিলিংয়ের সমতলের বিভিন্ন ক্ষেত্রে নয়া নাম ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
advertisement

আরও পড়ুন SSC Scam: জেলে এসএসকেএম-এর ৮ চিকিৎসক, পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে দুশ্চিন্তা বাড়ছে!

দার্জিলিং (সমতল) জেলার ফাঁসিদেওয়া (১) ব্লকের তৃণমূল সভাপতি হয়েছেন মহম্মদ আখতার আলি। শিলিগুড়ি মহকুমা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন তিনি। অভিমান ভুলে তাঁকে দলে ফিরিয়েছে তৃণমূল। এবার তাঁকে ব্লক সভাপতির দায়িত্ব দিল দল। শিলিগুড়ি (১) এবং শিলিগুড়ি (২) ব্লকের সভাপতি হয়েছেন রামভোজন মাহাতো এবং মানিক দে। তাঁরা দুজনেই শিলিগুড়ির মহকুমা পরিষদের মেয়র পারিষদ। তবে দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলের দলীয় সংগঠনে কোনও বদল হয়নি। কারণ, পার্বত্য দার্জিলিংয়ের সংগঠন নিয়ে কোনও আলোচনা হয়নি। বদল করা হয়েছে জলপাইগুড়ি ( জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের  সংগঠনেও।

advertisement

উত্তরে শুরু হয়ে গেল পঞ্চায়েত নির্বাচন প্রস্তুতি। দু'দিনের সাংগঠনিক বৈঠকের নির্যাস পঞ্চায়েত ভোট।স্বচ্ছ, নিরপেক্ষ ভোট করতেই হবে, বার্তা তৃণমূল শীর্ষ নেতৃত্বের।উত্তর নিয়ে স্ট্র‍্যাটেজিতে বেশ কিছু চমক আনছে তৃণমূল। নিজের ওয়ার্ডেই জিততে পারেননি সুকান্ত মজুমদার। বালুরঘাট পুর ভোটের ফলকে হাতিয়ার করে প্রচারে থাকবে তৃণমূল। খারাপ ফলের কারণ নিজেদের মধ্যে মতান্তর। তা মেটাতে পারস্পরিক আলোচনায় যেতে বলা হয়েছে।ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নয় দলের হয়ে যে কাজে আসবে তাকেই গুরুত্ব। আলিপুরদুয়ার-জলপাইগুড়ি জেলায় চা-বাগানে রোজ জনসংযোগের পরামর্শ। উত্তরের জেলায় রয়েছে একাধিক জনজাতি। তাদের সেন্টিমেন্ট বুঝে কাজ করার পরিকল্পনা।

advertisement

আরও পড়ুন: 'কোথায় কত টাকা, কীভাবে আসত, কাকে পাঠাতেন?' সিবিআইকে চমকে দিচ্ছে অনুব্রতর ব্যবহার

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

লক্ষ্মীর ভান্ডার যেন সকলেই পান সেদিকে নজর।মালদহ বিধানসভায় ভাল ফল হলেও গোষ্ঠী কোন্দল নিয়ে বারবার সমস্যা তৈরি হয়। সবাইকে নিয়ে চলুন। যার যা বার্তা দলকে দিন।ব্লক স্তরে দায়িত্ব পাবে তারাই, যাদের পারফরম্যান্স ভাল।নিজের লোককে বসিয়ে দেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে।কলকাতার নেতার সমাবেশে ভিড়। কিন্তু সাম্প্রতিক সময়ে উত্তরবঙ্গের ভোট বাক্সে সেই ভিড় দেখা যায় না। তাই নেতাদের আরও দায়িত্বশীল ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
উত্তরের চা-বলয়ের জেলায় সংগঠনে একাধিক বদল আনল তৃণমূল কংগ্রেস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল