SSC Scam: জেলে এসএসকেএম-এর ৮ চিকিৎসক, পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে দুশ্চিন্তা বাড়ছে!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
SSC Scam: গ্রেফতার করার পরই ইডি পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে গিয়েছিলেন ভুবনেশ্বর এইমস হাসপাতালে। ভুবনেশ্বর এইমস হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছিলেন, পার্থকে হাসপাতালে ভর্তি করার মতো অবস্থা নেই।
#কলকাতা: এসএসসি দুর্নীতি কাণ্ডে ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডি হেফাজত কাটিয়ে আপাতত তিনি রয়েছেন প্রেসিডেন্সি জেলে। একাধিক শারীরিক সমস্যার মধ্যেও কেমন কাটছে পার্থর জেলবাস। পা–কোমরে ব্যথা থেকে শুরু করে অতিরিক্ত ওজন, সব মিলিয়ে ভাল নেই পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু জেল সূত্রে খবর, গত কয়েকদিন বেশিরভাগ সময় পার্থ চট্টোপাধ্যায় জেলের হাসপাতালে কাটিয়েছেন। শনিবার তাঁকে দেখতে এসএসকেএম থেকে ৮ জন চিকিৎসকের একটি টিম গিয়েছিল প্রেসিডেন্সি জেলেও।
গ্রেফতার করার পরই ইডি পার্থকে নিয়ে গিয়েছিলেন ভুবনেশ্বর এইমস হাসপাতালে। ভুবনেশ্বর এইমস হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছিলেন, পার্থকে হাসপাতালে ভর্তি করার মতো অবস্থা নেই। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর শ্বাস–প্রশ্বাসে সামান্য সমস্যা রয়েছে। আর কিডনিতে ক্রনিক কিছু সমস্যা রয়েছে। শরীরের ওজনও বেশি। এমনকী তাঁর যা ওষুধও দেওয়া হয়েছিল। তারপর জেলেই কাটছিল পার্থের দিন। হঠাৎই তাঁকে জেলের হাসপাতালে রাখা হয়েছে। যদিও জেল হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়েছে, এমন নয়।
advertisement
advertisement
জেল সূত্রে খবর, মানসিক ভাবে ভেঙে পড়েছেন পার্থ চট্টোপাধ্যায়। একাকিত্ব এবং হতাশা গ্রাস করতে শুরু করেছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। তবে সূত্র মারফৎ এটুকু জানা গিয়েছে যে, তাঁকে জেল হাসপাতালে রাখা হয়েছে। এখন তাঁকে এসএসকেএমের চিকিৎসকরা দেখছেন।
advertisement
এদিকে, শুধু পার্থ চট্টোপাধ্যায় নন, তার পরিবারে অন্য সদস্যরাও আর্থিক দিক থেকে লাভবান হয়েছেন। এমনই তথ্য হাতে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। আর এই তথ্যই পার্থ চট্টোপাধ্যায়ের কফিনে শেষ পেরেক বলেই মত ওয়াকিবহল মহলের। হেফাজতে থাকাকালীন তদন্তে অসহযোগিতা ও অর্পিতা মুখোপাধ্যায় সঙ্গে তেমন কোন সম্পর্ক না থাকার কথা জানালেও তথ্য কিন্তু বলছে অন্য কথা।
advertisement
এমন এক নথি সামনে এসেছে তাতে অর্পিতা মুখোপাধ্যায় সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের শুধু মুখ চেনা সম্পর্ক নয়, আর্থিক লেনদেনের সম্পর্ক সামনে এনেছে। তাতে পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী, কন্যা ও জামাই সমভাবে জড়িত তার তথ্য প্রমাণ ইতিমধ্যেই হাতে পেয়েছে তদন্তকারী সংস্থা ইডি।সূত্রের খবর, অর্পিতা মুখোপাধ্যায়ের বিটি রোডের অভিজাত আবাসনের যে ফ্ল্যাট টিকে বিভিন্ন সংস্থার ঠিকানা হিসেবে দেখানো হয়েছে তারই একটি অনন্ত texfab প্রাইভেট লিমিটেড।
advertisement
এই সংস্থার তথ্য খতিয়ে দেখতে গিয়ে ইডি কর্তারা জানতে পেরেছেন আদতে এই সংস্থার ১০০ শতাংশ শেয়ার ছিল পার্থ চট্টোপাধ্যায়ের পরিবারের তিন সদস্যের নামে।এই টেক্সটাইল সংস্থায় পনেরো শতাংশ শেয়ার ছিল তার স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে। এছাড়াও ৭৫ শতাংশ তার মেয়ে সোহিনী চট্টোপাধ্যায় ও দশ শতাংশ জামাই কল্যাণময় ভট্টাচার্য নামে শেয়ার ছিল। তথ্য বলছে ২০১৬ সাল পর্যন্ত এই তিনজনেরই শেয়ার ছিল টেক্সটাইল সংস্থা অনন্ত টেক্সফাব প্রাইভেট লিমিটেডে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 14, 2022 12:06 PM IST