জেলা প্রশাসনের উদ্যোগে রায়গঞ্জ স্টেডিয়ামে বসেছে পরিবেশবান্ধব বিভিন্ন ধরনের আতসবাজির স্টল। কালীপুজো উপলক্ষে এই আতসবাজির চাহিদাও তুঙ্গে। পরিবেশ বান্ধব বাকিগুলোর মধ্যে এবারে দেদার বিকোচ্ছে চড়কি থেকে শুরু করে তুবড়ি, রঙমশালের মতো আতশবাজি ছাড়াও এবারে বাজারে জনপ্রিয় আরও কিছু বাজি। কী কী বাজি রয়েছে এবারের?
আরও পড়ুন: বাজি কিনে ফেরার পথে কলকাতায় মর্মান্তিক পথ দুর্ঘটনা! মৃত দাদা, আশঙ্কাজনক ভাই
advertisement
বাজারে এবার চাহিদা তুঙ্গে ড্রোনের আকারে তৈরি বাজি। আগুন দিলেই ড্রোনের মতো আকাশে উড়ে যাবে এই বাজি। ক্যামেরা বাজির চাহিদাও প্রচুর রয়েছে এবার দীপাবলিতে। বাজি বাজারের এবারের অন্যতম আকর্ষণ ক্যামেরা বাজি। সেই বাজিতেই আগুন দিলেই ক্যামেরার ফ্ল্যাশের মত আলো জ্বলবে।
ক্রেতারা দারুণ উৎসাহের সঙ্গে বাজি কিনছেন। তবে ক্রেতাদের একাংশের অভিযোগ, বাজারে নতুনত্ব বাজি এলেও বাজির দাম আকাশছোঁয়া। ফলে ইচ্ছে থাকলেও দামের ছেঁকায় নতুন বাজি কেনা সম্ভব হচ্ছে না অনেকের পক্ষে।