কলকাতা আঞ্চলিক কার্যালয়, পর্যটন মন্ত্রক, ভারত সরকার, পশ্চিমবঙ্গ পর্যটন, নেপাল পর্যটন বোর্ড, নেপাল অ্যাসোসিয়েশন অফ ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্টস , অ্যাসোসিয়েশন অফ ডোমেস্টিক ট্যুর অপারেটর অফ ইন্ডিয়া (A), ত্রিপুরার রাজ্য পর্যটন বোর্ড,গুজরাট, ওড়িশা, রাজস্থান এই মার্টে অংশ নেবে । এছাড়াও জাতীয়, আন্তর্জাতিক ব্যবসায়ীদের পাশাপাশি, ১৫০ টিরও বেশি দেশীয় এবং আন্তর্জাতিক প্রদর্শক এই মার্টে অংশগ্রহণ করবেন।
advertisement
আরও পড়ুন: বাতের ব্যথায় কাতর! মুখে কালো দাগ-ছোপ! ডিমের খোলা ফেলে না দিয়ে ব্যবহার করুন! জানুন পদ্ধতি
ইস্টার্ণ হিমালয়ান ট্যুর অ্যান্ড ট্র্যাভেল অ্যাসোসিয়েশনের সম্পাদক, সন্দীপন ঘোষ বলেন, “এই ট্রাভেল মার্টে অংশ নেবে দেশের বিভিন্ন প্রান্তের পর্যটন ব্যবসায়ীরা। যেখানে কোন রাজ্যের পর্যটন কেন্দ্রে কী সুবিধে মিলবে, যাওয়ার সময়ই বা কখন থেকে শুরু করে ঘোরার খরচের যাবতীয় সন্ধান মিলবে এই মার্টে। থাকছে পর্যটন ব্যবসায়ীদের মধ্যে সরাসরি আলোচনা পর্বও, একে অপরের সঙ্গে নানান তথ্য আদান প্রদান করতে পারবে।”
অনির্বাণ রায়