ডুয়ার্সে ক্রমেই বাড়ছে চিতাবাঘের আনাগোনা। বন দফতরের তরফে কড়া নজরদারি চালিয়ে, খাঁচা পেতেও রেহাই মিলছে না। তাই এবার উন্নত প্রযুক্তির সাহায্যে চিতাবাঘের খোঁজে চা বাগানে ট্র্যাপ ক্যামেরা বসাল বন দফতর। ড্রোন ক্যামেরার সাহায্যে চলল তল্লাশি।
আরও পড়ুন: মোটা আয়ের হাতছানি! ধান, পাট ছেড়ে কাঁকরোল চাষে মজেছেন কৃষকরা
advertisement
চিতাবাঘের আতঙ্কে ঘুম উড়েছে জলপাইগুড়ির বানারহাট ব্লকের লক্ষ্মীপাড়া চা বাগানের শ্রমিকদের। এখানেই চিতাবাঘের সন্ধানে বসানো হল ট্র্যাপ ক্যামেরা। পাশাপাশি ওড়ানো হল ড্রোন। এখানকার চা শ্রমিকদের মধ্যে জাঁকিয়ে বসেছছ চিতাবাঘের আতঙ্ক। কর্মচারীদের দাবি এক নয়, একাধিক চিতাবাঘ ঘুরে বেড়াচ্ছে এই বাগানে।
চা বাগান কর্তৃপক্ষ জানিয়েছে চিতাবাগের শাবকের পাশাপাশি এখানে পূর্ণবয়স্ক চিতাবাগেরও দেখা মিলেছে। আর তাতেই প্রবল আতঙ্কিত হয়ে পড়েছেন শ্রমিকরা। সেই আতঙ্ক দূর করতে এবং সবকটি চিতাবাঘকে ধরতে বন দফতরের পক্ষ থেকে ট্র্যাপ ক্যামেরা পাতা হয়েছে। এই ক্যামেরায় চিতা বাঘের ছবি ধরা পড়লে তা বিশ্লেষণ করে প্রকৃত সংখ্যা এবং তাদের গতিবিধি সম্পর্কে নিশ্চিতভাবে জানা যাবে।
সুরজিৎ দে