মৃত যাত্রীদের মধ্যে একজন রাজ্য আবগারি দফতরের সাব ইন্সপেক্টর ছিলেন বলে জানা গিয়েছে। তাঁর বাড়ি কালিম্পং জেলায়। তিনি মালদহের মানিকচক আবগারি সার্কেলে কর্মমরত ছিলেন। রেল ও আফগারি দফতর সূত্রে জানা গিয়েছে মৃতের নাম সেলব শুব্বা। ছুটিতে তিনি বাড়ি গিয়েছিলেন। ছুটি শেষে এদিন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে মালদহে কর্মক্ষেত্রে যোগদান করতে আসছিলেন। পথেই শিলিগুড়ির রাঙাপানি সংলগ্ন এলাকায় মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয় ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের। মালগাড়িটি পেছন থেকে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। ট্রেনেই সাধারণ কামরায় অনান্য যাত্রীদের সঙ্গে ছিলেন আফগারির ওই সাব ইন্সপেক্টর। দূর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে এমনটাই জানা গিয়েছে।
advertisement
এখনও পর্যন্ত মৃত অন্যান্য যাত্রীদের নাম পরিচয় জানা যায়নি। ট্রেনের সাধারণ কামড়ার যাত্রীরা বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় তথ্য পেতে কিছুটা হলেও সমস্যা তৈরি হয়েছে। যদিও রেলের পক্ষ থেকে তৎপরতার সঙ্গে মৃতদের নাম পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে।
হরষিত সিংহ