এই রেলগেট বন্ধের ফলে সমস্যায় পড়েন অ্যাম্বুলেন্সের চালক, মুমূর্ষু রোগী ও তাঁর পরিবারের লোকেরা। এই গেট বন্ধ হলে গেটের দুই পাশে গাড়ির লম্বা লাইন পড়ে যায়। সৃষ্টি হয় যানজটের। দীর্ঘক্ষণ রোদ কিংবা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে নরক যন্ত্রণা ভোগ করতে হয় সাধারণ মানুষকে। যানযটের ফলে দুর্ঘটনার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। এদিকে সমস্যা সমাধানে এগিয়ে আসেন না কেউ।
advertisement
আরও পড়ুন: প্রার্থীদের কাছে মথুরাপুরের মানুষের দাবি একটাই, আর কিচ্ছু চান না তাঁরা
এই পরিস্থিতিতে রেলগেট পড়ে গেলে যানজটের যন্ত্রণা থেকে মুক্তি পেতে বীরপাড়াবাসী চাইছে একটা নতুন ফ্লাইওভার হোক। যদিও প্রতি নির্বাচনের আগেই এখানে ফ্লাইওভার তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু ভোট মিটে গেলে সে সবকিছুই আর দেখা যায় না বলে এলাকাবাসীদের অভিযোগ। বীরপাড়া আলিপুরদুয়ার জেলার একটি বর্ধিষ্ণু এলাকা, ক্রমশই এখানকার জনসংখ্যা বাড়ছে। সেখানে এরকম লাগাতার যানজটের সমস্যা সকলকেই অবাক করেছে।
অনন্যা দে