একই দিকে ঠান্ডা আবহাওয়া তার উপরে কাঞ্চনজঙ্ঘা দর্শন, এককথায় বলা যায় পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের জন্য ডবল লাভ। শুধু দার্জিলিং নয়, কালিম্পংয়ের বিভিন্ন ভিউ পয়েন্টেও কাঞ্চনজঙ্ঘা দর্শনে মুগ্ধ পর্যটকেরা। কুয়াশার চাদর সরিয়ে সমতলের শিলিগুড়ি থেকেও আজ দেখা মিলেছে কাঞ্চনজঙ্ঘার।
আবহাওয়া দফতরের ওয়েবসাইট অনুযায়ী, এদিন দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়ের থেকেও কম তাপমাত্রা রয়েছে শিলিগুড়িতে। অন্যদিকে, জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
আরও পড়ুন, সংসদ ভবন, সুপ্রিম কোর্টে ঢুকে প্রাক্তন প্রেসিডেন্টের সমর্থকদের তাণ্ডব, অশান্ত ব্রাজিল
আরও পড়ুন, সামান্য তাপমাত্রা বৃদ্ধি! বৃহস্পতিবার থেকে ফের ধাঁইধাঁই করে ঠান্ডার দ্বিতীয় ইনিংস
টানা আবহাওয়া হওয়ায় বছরের এই সময়ে প্রচুর পর্যটক বেড়াতে যান পাহাড়ে। এদিন শিলিগুড়ি থেকেই কাঞ্চনজঙ্ঘা দর্শনে মুগ্ধ সকলে। দার্জিলিং এবং কালিম্পং-এর বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট ভাবে দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন পর্যটকেরা।