Brazil: সংসদ ভবন, সুপ্রিম কোর্টে ঢুকে প্রাক্তন প্রেসিডেন্টের সমর্থকদের তাণ্ডব, অশান্ত ব্রাজিল
- Published by:Debamoy Ghosh
Last Updated:
গত অক্টোবর মাসের নির্বাচনে বলসোনারোকে অল্প ব্য়বধানে হারিয়ে নির্বাচনে জয়ী হন লুলা।
#ব্রাসিলিয়া: প্রাক্তন প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোর সমর্থকদের তাণ্ডবে অশান্ত ব্রাজিলে। পুলিশের বাধা টপকেই ব্রাজিলের সংসদ ভবন, প্রেসিডেন্টের বাসভবন এবং সুপ্রিম কোর্ট ভবনের ভিতরে ঢুকে পড়েন বলসোনারোর উগ্র সমর্থকরা। এই ঘটনাকে লুইজ ইনাসিও লুলা দ্য় সিলভা ফ্য়াসিস্ট আক্রমণ বলে সমালোচনা করেছেন।
বলসোনারো অবশ্য় নিজের সমর্থকদের এই তাণ্ডবকে সমর্থন করেননি। সংসদ ভবন, প্রেসিডেন্টের বাসভবনে তাঁর সমর্থকরা যেভাবে ঢুকে পড়েছেন, তার সমালোচনা করেন তিনি।
advertisement
ছবিতে দেখা গিয়েছে, ব্রাজিলের জাতীয় পতাকার রংয়ের সঙ্গে মিলিয়ে হলুদ এবং সবুজ রংয়ের পোশাক পরে হাজার হাজার বিক্ষোভকারী দেশের সংসদ ভবনের সঙ্গে ঢুকে পড়ছেন। সুপ্রিম কোর্টের ভিতরে ঢুকেও ধ্বংসলীলা চালায় তারা। প্রেসিডেন্টের বাসভবন চত্বরেও দেখা যায় বিক্ষোভকারীদের।
advertisement
২০২১ সালের ৬ জানুয়ারি যেভাবে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা মার্কিন ক্য়াপিটল ভবনের দখল নিয়েছিল, ব্রাজিলের ঘটনায় সেই অভ্য়ুত্থানের কথা মনে পড়ছে অনেকের।
ঘটনার সময় প্রেসিডেন্ট লুলা দেশের দক্ষিণ পূর্বের বন্য়া কবলিত শহর আরারাকোয়ারাতে ছিলেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারকে বিশেষ ক্ষমতা দিয়ে একটি নির্দেশনামায় সই করেন তিনি।
গত অক্টোবর মাসের নির্বাচনে বলসোনারোকে অল্প ব্য়বধানে হারিয়ে নির্বাচনে জয়ী হন লুলা। তার পর থেকেই চরম ডানপন্থী নেতা বলসোনারোর সমর্থকরা লুলার ক্ষমতা দখলের বিরোধিতা করছিলেন। দেশের বিভিন্ন সেনা ছাউনির বাইরে জমায়েত করে সেনা অভ্য়ুত্থানেরও দাবি জানাচ্ছিলেন তাঁরা। রবিবারও অভ্য়ুত্থানের সময় কংগ্রেস ভবনের ছাদে উঠে সামরিক হস্তক্ষেপের দাবিতে ব্য়ানার ঝুলিয়ে দেন বলসোনারোর সমর্থকরা।
advertisement
রবিবারের ঘটনার পর লুলা বলেন, 'এই ফ্য়াসিস্ট উগ্রবাদীরা যা ঘটিয়েছে, দেশের ইতিহাসে কখনও তা দেখা যায়নি।' বিক্ষোভকারীদের ঠেকাতে প্রথমে ব্রাসিলিয়ার থ্রি পাওয়ার স্কয়্য়ারে ব্য়ারিকেড তৈরি করে পুলিশ। কিন্তু সেই ব্য়ারিকেড ভেঙেই সংসদ ভবন, সুপ্রিম কোর্টে ঢুকে পড়েন বলসানারোর সমর্থকরা।
advertisement
পরে অবশ্য় ঘোড়সওয়ার পুলিশ এবং টিয়ার গ্য়াস বোমা ব্য়বহার করে পুলিশ। হেলিকপ্টারও ব্য়বহার করা হয়। তবে কংগ্রেস ভবন, সুপ্রিম কোর্ট এবং প্রেসিডেন্টের বাসভবন থেকে বিক্ষোভকারীদের বের করে দেওয়া হলেও রবিবার বিকেল পর্যন্ত ভবনগুলির বাইরে প্রচুর বিক্ষোভকারীর জমায়েত দেখা যায়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Other
First Published :
January 09, 2023 9:14 AM IST