আরও পড়ুনঃ রোজ সকালে একগ্লাস ছাতুর শরবত! ব্যাস ম্যাজিকের মতো ফল! পাবেন এই ১০ উপকার! জেনে চমকে উঠবেন…
বন দফতরের কোচবিহার ডিভিশনের ডিএফও আসিতাভ চ্যাটার্জী জানান, “প্রতিবছর বিভিন্ন চিড়িয়াখানার সঙ্গে বিভিন্ন চিড়িয়াখানার প্রাণী আদলবদল করা হয়ে থাকে। যেখানে যেটি বেশি রয়েছে সেখান থেকে কম থাকা চিড়িয়াখানায় সেটি পাঠানো হয়। কোচবিহারে দীর্ঘ সময় ধরে মাত্র একটি পুরুষ মেছো বিড়াল ছিল এই চিড়িয়াখানায়। তাই পর্যটকরা তাঁকে দেখতেই পেতেন না বেশিরভাগ সময়। এবার হাওড়ার গড়চুমুক চিড়িয়াখানা থেকে দুটি স্ত্রী মেছো বিড়াল এখানে আনা হচ্ছে। যাতে পর্যটকেরা তাঁদের খুনসুঁটি দেখে আনন্দ পেতে পারেন। এছাড়া বাচ্চাদেরও আগামীতে আকর্ষণ বাড়বে এই চিড়িয়াখানার প্রতি অনেকটাই।”
advertisement
তিনি আরও জানান, “রসিকবিল মিনি চিড়িয়াখানা ঘড়িয়াল প্রজনন কেন্দ্র। শেষ মরসুমে প্রচুর শিশু জন্ম নেয় ঘড়িয়ালের। তাই বর্তমানে ঘড়িয়ালের সংখ্যা এখানে অনেকটাই রয়েছে। তাই এখান থেকে মোট ছয়টি ছোট ঘড়িয়াল এবং একটি প্রাপ্তবয়স্ক ঘড়িয়াল পাঠানো হচ্ছে আলিপুর চিড়িয়াখানায়।\” চিড়িয়াখানায় বেড়াতে আসা এক পর্যটক মনোজ পাল জানান, \”তিনি আগেও এই চিড়িয়াখানায় ঘুরতে এসেছিলেন। তবে বর্তমান সময়ে ধীরে ধীরে যেভাবে চিড়িয়াখানাকে উন্নত করা হচ্ছে। এই বিষয়টি আরোও বহু পর্যটকের আকর্ষণের কারো। এছাড়া মেছো বিড়াল আসার পর চিড়িয়াখানার আকর্ষণ আরোও বাড়বে পর্যটকদের মধ্যে।”
আরও পড়ুনঃ বাজারে মাত্র ৬০ দিন মেলে…! ব্লাড প্রেশার-ডায়াবেটিস দূর করার জাদুকাঠি ছোট্ট এই ফল! গায়ে ঘেঁষবে না রোগ
বর্তমান সময়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে নতুন মেছো বিড়াল গুলিকে চিড়িয়াখানায় নিয়ে আসার জন্য। এছাড়া ঘড়িয়ালদের প্রস্তুত করা হচ্ছে আলিপুর চিড়িয়াখানায় পাঠানোর জন্য। চিড়িয়াখানায় নতুন প্রাণীর আগমনের কথা প্রকাশ হতেই অনেকটা উদ্দীপনা দেখতে পাওয়া যাচ্ছে পর্যটকদের মধ্যে। আগামীতে এই চিড়িয়াখানার প্রতি আগ্রহ আরোও অনেকটাই বাড়বে পর্যটকদের।
Sarthak Pandit