হাসপাতাল সূত্রে খবর, ওই পর্যটকের মাথায় মারাত্মক চোট রয়েছে। শুক্রবার দুপুরের দিকে মাথায় অস্ত্রোপচারও হয়েছে। আপাতত সিসিইউতে রয়েছেন তিনি। তাঁকে ৭২ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে বলে বেসরকারি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: রাতভর বাড়ি ফেরেনি ছেলে, সকালে ঝুলন্ত দেহ উদ্ধার! মালদহে চাঞ্চল্য
কলকাতার বাগুইহাটি থেকে ২৪ থেকে ২৫ জনের একটি দল উত্তরবঙ্গে ডুয়ার্স এবং লাভা বেড়াতে এসেছিল । ওই টিমেরই সদস্য শোভন বিশ্বাস। গতকাল সকালে শিলিগুড়ি জংশন স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছবিও তোলেন ওই পর্যটক যুবক। ট্রেন শিলিগুড়ি হয়ে মহানন্দা অভয়ারণ্য ঘেঁষা গুলমা স্টেশন ছাড়তেই এক বন্ধুর সঙ্গে প্রকৃতির মোহে সিট ছেড়ে দরজার ধারে চলে আসেন ওই যুবক।
advertisement
উত্তরের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যকে সাক্ষী রেখে ছবি তুলতে গিয়ে বিপত্তি ঘটে। খোলা দরজা থেকে বাইরে ঝুঁকে ছবি তুলতে গিয়ে গুরুতর জখম হন ওই পর্যটক। সঙ্গী এক বন্ধু বাবলু লায়েকের দাবি, ছবি তুলতে গিয়ে ট্রেনের বাইরে শরীর বের করে পিছনের দিকে হেলে গিয়েছিলেন শোভন৷ তখনই লাইনের পাশে পোলে ধাক্কা খান তিনি। সঙ্গে সঙ্গে চেন টেনে ট্রেন থামানো হয়। খবর পেয়ে ছুটে আসে আরপিএফ জওয়ানেরাও।
আরও পড়ুন: কী নৃশংস! এই বিরল প্রাণীর সঙ্গে যা ঘটল ওদলাবাড়িতে, শুনলে চমকে উঠবেন
ঘটনাস্থলের পাশেই চলছিল রেলের একটি প্রকল্পের কাজ। দ্রুত ওই সংস্থার অ্যাম্বুলেন্সে চাপিয়ে তাঁকে নিয়ে আসা হয় শিলিগুড়িতে। আহত যুবকের সঙ্গে রয়েছেন তাঁর দাদা এবং বৌদিও। সকলেই ঘটনার জেরে স্তম্ভিত। প্রত্যেকেরই চোখে মুখে আতঙ্কের ছাপ। বেড়াতে এসে এমন ঘটনা যে ঘটবে তা যেন কিছুতেই বিশ্বাস হচ্ছে না। মাঝে আর ছিল দু' টি স্টেশন। তারপরই গন্তব্যে পৌঁছে যাওয়া যেত। নিউ মাল জংশনে নামার কথা ছিল তাঁদের। তার আগেই ছবি তুলতে গিয়ে এমন ঘটনায় প্রবল উৎকণ্ঠায় ওই পরিবার।
দুর্রঘটনার খবর পেয়ে আহত যুবকের পরিবারের অন্যরাও রওনা হয়েছেন কলকাতা থেকে। সঙ্গীরাও ভেঙে পড়েছেন এমন ঘটনায়। এর আগে দার্জিলিংয়ে টয় ট্রেন থেকেো ছবি তুলতে গিয়ে পড়ে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছিল।