#মালদহ: এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পুরাতন মালদহে। সকালে মালদা থানার মঙ্গলবাড়ি এলাকায় মহানন্দা নদীতে মাছ ধরার ভেসেলের বাঁশে ঝুলতে দেখা যায় ওই যুবককে। মৃত ওই যুবকের নাম সফিকুল সবজি (২৩)। বাড়ি ইংরেজবাজারের বক্ষাটুলি এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে খাওয়া-দাওয়া করে বাড়ি থেকে বেরিয়ে যায় ওই যুবক। (Bangla News)
আরও পড়ুন: মালাইকা থেকে করণ, জাহ্নবী থেকে করিনা! কাকে ছেড়ে কার ফ্যাশন দেখবেন?
এরপর রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করে আত্মীয়র বাড়িতে। এরপর এদিন সকালে মঙ্গলবাড়ি এলাকার মহানন্দা নদীতে মাছ ধরার ভেসালের বাঁশে ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয়রা। মৃতদেহ দেখতে ভিড় জমান এলাকার বহু মানুষ। খবর দেওয়া হয় পুরাতন মালদা থানার পুলিশকে।
আরও পড়ুন: 'কফি ইউথ করণ'-এর কাউচে এবার বড় চমক, দেখা যাবে টলিউড তারকাদের!
পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরিবারের এক আত্মীয় জানান, গতকালকে এলাকায় মোবাইল চুরির ঘটনায় তাকে স্থানীয় ক্লাবে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই ঘটনার সঙ্গে মৃত্যুর কোনও সম্পর্ক রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
সেবক দেব শর্মা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangla News, Maldah news