হ্যাঁ, ঠিকই পড়ছেন। শহরের গলি আর সমতলের রাস্তায় যাকে সবাই চেনে, সেই ব্যাটারিচালিত টোটো এবার উঠে গেছে পাহাড় চূড়ায়! যে পথে চার চাকার গাড়ি হিমশিম খায়, সেই রাস্তায় এক যাত্রীকে নিয়ে দিব্যি চলছে ছোট্ট টোটো।
শুধু তাই নয়, মাঝে পড়েছে টয় ট্রেনের রেললাইনও! সেই রেললাইন পার করেও টোটো এগিয়ে গেছে, যেন পাহাড়ের ঢালই তার নতুন গলি!
advertisement
এই দৃশ্য ফ্রেমবন্দি করেছেন পথচারীরা। কেউ ভিডিও তুলেছেন, কেউ ছবি। আর সেই ছবিই এখন ভাইরাল নেট দুনিয়ায়। হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম — সবখানে এখন ঘুরছে সেই ‘পাহাড়ি টোটো’র ভিডিও।
আরও পড়ুন- ভুটানের পাহাড় দেখতে যাওয়ার আগে সতর্ক…! রাস্তায় রোজ রোজ দাঁড়িয়ে মূর্তিমান বিপদ
ভিডিও দেখে কেউ হেসে ফেলেছেন। বলছেন, “তেলের দাম আর কী! এবার থেকে পাহাড়ে ঘুরতে গেলে টোটোই ভরসা!” কেউ আবার ঠাট্টা করছেন, “এই টোটোচালককে নোবেল দেওয়া উচিত!” আবার কেউ কেউ চিন্তায় পড়েছেন, “কোন সাহসে ওটাকে পাহাড়ে চালাচ্ছে!”
কিন্তু প্রশ্ন একটাই — কে সেই চালক? কে সেই যাত্রী? কার সাহসে এই অভিযানে নেমেছিল টোটো? এসবের উত্তর মেলেনি এখনও। শুধু ভাইরাল ভিডিও আর অবাক চোখে দেখা সেই পাহাড়ি রাস্তার নিস্তব্ধতা ভেঙে চলা ই-টোটো — যা এই মুহূর্তে সবার আলোচনার কেন্দ্রে।
ঋত্বিক ভট্টাচার্য