ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত পুলিশ। আহত এক সাব ইন্সপেক্টর, দুই সিভিক ভলান্টিয়ার, পুলিশের গাড়ি চালক ও ভিলেজ পুলিশ। মালদহের কালিয়াচকের করারি চাঁদপুর হারকালাটোলা এলাকায় ঘটনা।
জানা গিয়েছে, বছর দশেকের ওই নাবালিকা টোটো করে স্কুলে যাওয়ার সময় প্রায় ৫০ বছর বয়সের ওই টোটোচালক নাবালিকার শ্লীলতাহানি করে। গ্রামের লোক দেখতে পেয়ে টোটো চালককে বেধড়ক মারধর করে। এরপরেই ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াচক থানার পুলিশ। অভিযুক্তকে আটকে রেখে পুলিশের ওপর হামলা চালায় স্থানীয় কিছু বাসিন্দা। পুলিশকেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে আহত হন কালিয়াচক থানার সাব ইন্সপেক্টর কার্তিক তালুকদার, দুজন সিভিক ভলেন্টিয়ার, গাড়ির ড্রাইভার এবং ভিলেজ পুলিশও।
advertisement
বাড়তি বাহিনী নিয়ে এলাকায় পৌঁছন কালিয়াচকের এসডিপিও ফয়সাল রেজা, কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরী। আটক করা হয়েছে ওই টোটোচালককে। ঘটনার পর ধরপাকড়ের ভয়ে এলাকা কার্যত পুরুষ শূন্য, টহল দিচ্ছে পুলিশ।