কোচবিহার বন দপ্তর জানিয়েছে কোচবিহারের একাধিক জলাশয়ে কচ্ছপ আছে৷ মূলত কোচবিহার ২ ব্লকের বাণেশ্বর শিব মন্দিরের সাথে এ দিঘী আছে তাতে দল বেধে কচ্ছপ দের ঘুরে বেড়াতে দেখা যায়৷ যদিও তারা মোহন নামে পরিচিত। তাদের দেবতা রুপে পূজো করেন ভক্তরা। বাণেশ্বর এলাকায় এমন একাধিক কচ্ছপের অস্বিত্ব মিলেছে লাগোয়া জলাশয়ে। এমনকি হামেশাই কচ্ছপ হেঁটে রাস্তা পার করতেও দেখেন স্থানীয়রা। তবে বাণেশ্বর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে কোচবিহার শহরের বিভিন্ন দিঘিতে কচ্ছপের দেখা পাওয়া গেছে। কোচবিহারের বাসিন্দা পার্থ নিয়োগী জানান তারা দেখেছেন নর্দমায় কচ্ছপটিকে। গতরাতে কচ্ছপটিকে ঘুরতে দেখেছেন৷ যাতে কেউ কচ্ছপটিকে ক্ষতি না করেন সেজন্য স্থানীয়রাই পাহাড়া দিচ্ছেন। বনদপ্তরের প্রাথমিক অনুমান লাগোয়া বৈরাগী দিঘী থেকে নর্দমায় চলে আসতে পারে কচ্ছপটি। কোচবিহার শহরের সাগর দিঘীতেও আছে কচ্ছপ। কয়েক মাস আগে বেশ কয়েকটি কচ্ছপের মৃত্যু হয়েছে।
advertisement
আরও পড়ুন: একটি মাথা, আটটি পা, দুটি ধর - বিরলদর্শন শাবককে ঘিরে তোলপাড় দেগঙ্গা!
বনদপ্তর মনে করেছিল সাগর দিঘীর জল মাত্রাতিরিক্তভাবে দূষিত হয়ে গিয়েছিল। আর সে কারণেই জলে অক্সিজেনের মাত্রা কমে যায়। অক্সিজেনের অভাবেই এই কচ্ছপগুলি মৃত্যু হয়েছিল কয়েক মাস আগে । সম্প্রতি নতুন করে কোনো কচ্ছপ মৃত্যুর খবর নেই সাগরদিঘী বা অন্যান্য দিঘীতে৷
আরও পড়ুন: তারকেশ্বরের হোটেলে হাড়হিম ঘটনা, হোটেলের সিলিং থেকে ঝুলছে যুগলের দেহ! কী ঘটল?
তবে শহরের সব দিঘীতেই কমবেশী কচ্ছপ আছে বলে অনুমান বন দপ্তরের। এই শহরে কচ্ছপ দের প্রতি কোচবিহারের বাসিন্দাদের আলাদা রকম আবেগ রয়েছে। তাই শহরের মাঝে বৈরাগী দিঘীর পারে নর্দমায় ঘুরে বেড়ানো কচ্ছপ দেখভালের দায়িত্ব নিয়েছেন শহরের বাসিন্দারাই। কোচবিহারে গত সাতদিন থেকে একটানা বৃষ্টি চলছে। কমবেশি শহরের সব দীঘির জল বেড়েছে। তাই লাগোয়া দিঘী থেকেই কচ্ছপ এই নর্দমায় চলে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
---প্রবীর কুণ্ড