TRENDING:

Siliguri News: পাল-সেন যুগের শিল্পকলা দেখেতে চান? তাহলে আসতে হবে এই জাদুঘরে

Last Updated:

পাল-সেন যুগের শিল্পীরা তাদের শিল্পকর্মে কতটা পটু ছিলেন তা জানতে হলে আসতে হবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অক্ষয় কুমার মৈত্র সংগ্রহশালায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: পাল-সেন যুগের শিল্পীরা তাদের শিল্পকর্মে কতটা পটু ছিলেন তা জানতে হলে আসতে হবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অক্ষয় কুমার মৈত্র সংগ্রহশালায়। প্রথম তলায় ঠাসা রয়েছে বেলি পাথর, কষ্টিপাথরে তৈরি সেই সময়কার শিল্পীদের শিল্পকর্ম। বাইরে থেকে আসা বিদেশি শত্রুদের হামলায় একাধিক মূর্তি কীভাবে ভাঙা হয়েছিল তা দেখে সেই সময়ে ইতিহাস আপনি যেমন জানতে পারবেন। ঠিক তেমনই মূর্তিতে থাকা পশু, পাখি, মানুষ ও দেবতার মেলবন্ধনের ছবি দেখে সেই সময়ে প্রকৃতির প্রতি মানুষের টানও উপলব্ধি করতে পারবেন সহজে।
advertisement

সংগ্রহশালা কর্তৃপক্ষের দাবি ইতিমধ্যেই এই শিল্পকলা দেখতে লোক আসছেন দলে দলে । আগামীতে সেই সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছেন তারা। স্কুল-কলেজের ছোট ছোট পড়ুয়াদেরও সংগ্রহশালার প্রতি আগ্রহ বাড়ছে। পাল-সেন যুগের বিষ্ণু মূর্তি, উমা মহেশ্বর, নবগ্রহ, মহিষাসুরমর্দিনী, মহাদেব পাথরের মূর্তি রয়েছে ।

আরও পড়ুন: হাতে মাত্র একদিনের ছুটি? শহরের কোলাহল ছেড়ে ঘুরে আসুন ধামজা ফরেস্ট থেকে

advertisement

শুধু তাই নয় অষ্ঠম থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত ওই যুগের কারিগর শিল্পীদের হাতে তৈরি অষ্ঠধাতুর মূর্তিতেও ভরা রয়েছে সংগ্রহশালার আরও একটি ঘর। যার সবটাই কোনও না কোনও সময় ইতিহাসবিদ বা বিশিষ্ট মানুষরা এই সংগ্রহশালাকে দান করেছেন।

View More

আরও পড়ুন: কর্ম জীবন থেকে অবসর নিয়েছেন? আপনার জন্য রয়েছে সরকারি চাকরির বিরাট সুযোগ

advertisement

আপাতত এই সংগ্রহশালা দেখতে পর্যটকদের একাংশ আসছেন। শহরে ঢুকতে বা ফিরে যাওয়ার আগে সংগ্রহশালায় ঘুরে যাচ্ছেন। দেখে নিতে পারছেন উত্তরের একাধিক ইতিহাস। পাশাপাশি প্রত্যক্ষ করছেন একাধিক উন্নতমানের শিল্পকর্ম। একাধিক পদক্ষেপ নিতে শুরু করেছেন তারা।

সংগ্রহশালার সহকারি তত্ত্বাবধায়ক ড মলয় সাহা বলেন, “আমাদের এই সংগ্রহশালায় পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে একাধিক পদক্ষেপ নিয়েছেন। পর্যটকেরা আসছেন, এছাড়াও এই সংগ্রহশালায় থাকা পাল-সেন যুগের ইতিহাস যে কোনও গবেষক বা পড়ুয়ার কাছে অন্যতম আকর্ষণ হতে পারে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: পাল-সেন যুগের শিল্পকলা দেখেতে চান? তাহলে আসতে হবে এই জাদুঘরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল