রাজ্যের পাওনা আদায়ের দাবিতে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। কিন্তু সাক্ষাৎ হয়নি। প্রতিবাদে রাজ্যের ১০০ দিনের প্রকল্প থেকে বঞ্চিতদের স্বাক্ষর সংগ্রহ করে দিল্লিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর মাঝেই কেন্দ্রর উপর চাপ তৈরি করতে রেড রোডে ৩২ ঘণ্টার ধরনা দিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, মালা রায়-সহ তৃণমূলের মহিলা নেতৃত্ব। এবার সেই আন্দোলনের আঁচ পৌঁছে যাবে উত্তরেও।
advertisement
আরও পড়ুন: উল্টোডাঙা স্টেশনে কোমরের বেল্ট খুলল এক ব্যক্তি, তাঁকে ধরতেই যা মিলল, গোটা স্টেশন হতবাক
রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, এবার শিলিগুড়িতে টানা ৩২ ঘণ্টা ধরনা চলবে। ২২ ও ২৩ মে চলবে ধরনা। সেখানে রাজ্যের মহিলা নেতৃত্বের পাশাপাশি উত্তরের জেলাগুলির মহিলা তৃণমূলের সদস্যরাও থাকবেন। অংশ নেবেন আদিবাসী, রাজবংশী মহিলারাও। এমনই জানিয়েছেন চন্দ্রিমা ভট্টচার্য। তিনি জানিয়েছেন, ১০০ দিনের কাজ করেন মহিলারা, তাই বকেয়া চেয়ে পথে নামছে মহিলা তৃণমূল।
আরও পড়ুন: এগরা বিস্ফোরণ কাণ্ডে বড় পদক্ষেপ সিপিআইএম-এর! নন্দীগ্রামে যা করল লাল ব্রিগেড…
তৃণমূলের নবজোয়ার যাত্রায় একাধিকবার বকেয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন অভিষেক বন্দোপাধ্যায়। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সরব হয়েছেন৷ উত্তরের জেলায় একাধিক সাংসদ রয়েছে বিজেপির৷ তাই এবার কলকাতার পরে শিলিগুড়িকে বেছে নিয়ে ময়দানে নামছে তৃণমূল কংগ্রেস।