পরিস্থিতি সামাল দিতে গিয়ে মাথা ফেটে আহত হন দিনহাটা মহকুমার পুলিশ আধিকারিক ধীমান মিত্র। এছাড়াও এক তৃণমূল কর্মীর মাথা ফেটে যায় এই ঘটনায়। দু’জনকেই চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার প্রচার সেরে ভেটাগুড়িতে ফিরছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা নিশীথ প্রামাণিক। তখন নিশীথের কনভয়ে ছিল একাধিক গাড়ি। সেসময় দিনহাটার পুরসভার চেয়ারম্যানের বাড়িতে মন্ত্রী উদয়ন গুহর জন্মদিন পালন করা হচ্ছিল।
তখনই দুই পক্ষের বচসা বাধে এলাকায়। বচসা বাধতেই কনভয় থেকে নেমে আসেন নিশীথ প্রামাণিক। ঘটনাস্থলের দিকে এগিয়ে যান উদয়ন গুহ। বচসার ধস্তাধস্তিতে উদয়ন গুহ অসুস্থ হয়ে পড়েন। এছাড়া এক তৃণমূল কর্মী জখমও হন। ঘটনা সামাল দিতে গিয়ে এসডিপিও ধীমান মিত্রের মাথা ফেটে যায়।
যদিও নিশীথের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর কনভয় যেতে দেখে তৃণমূলের পক্ষ থেকেই প্রথম হামলা চালানো হয়। উদয়ন গুহের নেতৃত্বে এই ঘটনা ঘটে বলে দাবি। এরপরই তিনি নেমে আসেন তাঁর গাড়ি থেকে। এবং তাঁর ও উদয়ন গুহের মধ্যে হাতাহাতির পরিস্থিতির সৃষ্টি হয়।
তবে উদয়ন গুহ জানান, অনেকে লাঠিসোটা, তির-ধনুক নিয়ে বিজেপি কর্মীরা নিশীথের নেতৃত্বে আক্রমণ চালান। কেন্দ্রীয় মন্ত্রী বাতি জালিয়ে, হুটার লাগিয়ে ঘুরছেন। এবং এই তৃণমূল কর্মীদের আক্রমণ করছেন।
তবে বর্তমান সময়ে উত্তপ্ত হয়ে রয়েছে দিনহাটা মহকুমার পরিস্থিতি। পরিস্থিতি সামাল দিতে দিনহাটায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
Sarthak Pandit