TRENDING:

TMC-BJP Supporters Clash: মুখোমুখি সংঘর্ষ নিশীথ-উদয়নের! মাথা ফাটল পুলিশ আধিকারিকের! তৃণমূল-বিজেপির ধস্তাধস্তিতে উত্তপ্ত দিনহাটা

Last Updated:

TMC-BJP Supporters Clash: মঙ্গলবার রাতে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটার পাঁচমাথা মোড়। তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বাধে তুমুল সংঘর্ষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিনহাটা: নির্বাচনী বিধি লাগু হতেই রাজনৈতিক কারণে ফের উত্তপ্ত দিনহাটা মহকুমা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ালেন রাজ্যের বর্তমান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মঙ্গলবার রাতে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটার পাঁচমাথা মোড়। তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বাধে তুমুল সংঘর্ষ।
মুখোমুখি সংঘর্ষ নিশীথ-উদয়নের! মাথা ফাটল পুলিশের! TMC-BJP-র ধস্তাধস্তি দিনহাটায়
মুখোমুখি সংঘর্ষ নিশীথ-উদয়নের! মাথা ফাটল পুলিশের! TMC-BJP-র ধস্তাধস্তি দিনহাটায়
advertisement

পরিস্থিতি সামাল দিতে গিয়ে মাথা ফেটে আহত হন দিনহাটা মহকুমার পুলিশ আধিকারিক ধীমান মিত্র। এছাড়াও এক তৃণমূল কর্মীর মাথা ফেটে যায় এই ঘটনায়। দু’জনকেই চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: ‘৩৬৫ দিন রাস্তায় থাকে বিজেপি’, লোকসভা নির্বাচনে দলকে জেতানোর আহ্বান ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার

advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার প্রচার সেরে ভেটাগুড়িতে ফিরছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা নিশীথ প্রামাণিক। তখন নিশীথের কনভয়ে ছিল একাধিক গাড়ি। সেসময় দিনহাটার পুরসভার চেয়ারম্যানের বাড়িতে মন্ত্রী উদয়ন গুহর জন্মদিন পালন করা হচ্ছিল।

View More

তখনই দুই পক্ষের বচসা বাধে এলাকায়। বচসা বাধতেই কনভয় থেকে নেমে আসেন নিশীথ প্রামাণিক। ঘটনাস্থলের দিকে এগিয়ে যান উদয়ন গুহ। বচসার ধস্তাধস্তিতে উদয়ন গুহ অসুস্থ হয়ে পড়েন। এছাড়া এক তৃণমূল কর্মী জখমও হন। ঘটনা সামাল দিতে গিয়ে এসডিপিও ধীমান মিত্রের মাথা ফেটে যায়।

advertisement

যদিও নিশীথের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর কনভয় যেতে দেখে তৃণমূলের পক্ষ থেকেই প্রথম হামলা চালানো হয়। উদয়ন গুহের নেতৃত্বে এই ঘটনা ঘটে বলে দাবি। এরপরই তিনি নেমে আসেন তাঁর গাড়ি থেকে। এবং তাঁর ও উদয়ন গুহের মধ্যে হাতাহাতির পরিস্থিতির সৃষ্টি হয়।

advertisement

তবে উদয়ন গুহ জানান, অনেকে লাঠিসোটা, তির-ধনুক নিয়ে বিজেপি কর্মীরা নিশীথের নেতৃত্বে আক্রমণ চালান। কেন্দ্রীয় মন্ত্রী বাতি জালিয়ে, হুটার লাগিয়ে ঘুরছেন। এবং এই তৃণমূল কর্মীদের আক্রমণ করছেন।

তবে বর্তমান সময়ে উত্তপ্ত হয়ে রয়েছে দিনহাটা মহকুমার পরিস্থিতি। পরিস্থিতি সামাল দিতে দিনহাটায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Sarthak Pandit

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
TMC-BJP Supporters Clash: মুখোমুখি সংঘর্ষ নিশীথ-উদয়নের! মাথা ফাটল পুলিশ আধিকারিকের! তৃণমূল-বিজেপির ধস্তাধস্তিতে উত্তপ্ত দিনহাটা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল