TRENDING:

Tiger Census: উত্তরবঙ্গের জঙ্গলে বাঘের অস্তিত্ব কত? নতুন বছরেই ব্যাঘ্রশুমারি গরুমারা-চাপরামারি-ন্যাওড়ার জঙ্গলে

Last Updated:

Tiger Census: গরুমারা, চাপরামারির পাশাপাশি পাহাড়ি নেওড়াভ্যালির জঙ্গল জুড়ে চলবে গণনা। বনকর্মীদের পাশাপাশি বাঘের গতিবিধি খুঁজতে ব্যবহার করা হবে শতাধিক ট্র‍্যাপ ক্যামেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: বছরের শুরুতেই বাঘ গণনা। জানুয়ারির শেষ সপ্তাহে ব্যাঘ্রশুমারি শুরু হচ্ছে গরুমারা বন্যপ্রাণী বিভাগের অন্তর্গত তিন জঙ্গলে। গরুমারা, চাপরামারির পাশাপাশি পাহাড়ি নেওড়াভ্যালির জঙ্গল জুড়ে চলবে গণনা। বনকর্মীদের পাশাপাশি বাঘের গতিবিধি খুঁজতে ব্যবহার করা হবে শতাধিক ট্র‍্যাপ ক্যামেরা।
উত্তরের জঙ্গলে বাঘশুমারি
উত্তরের জঙ্গলে বাঘশুমারি
advertisement

২০১৭ সাল থেকে এই পর্যন্ত সমতল থেকে ১১ হাজার ফুট উচু ১৫৯.৮৯ বর্গ কিলোমিটার বিস্তৃত নেওড়াভ্যালির জঙ্গলে সাত বারের বেশি ট্র‍্যাপ ক্যামেরায় ধরা দিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। নেওড়াভ্যালির জঙ্গলের সঙ্গে সিকিমের পাশাপাশি নেপাল ও ভুটানের জঙ্গলের যোগসূত্র রয়েছে। এখানকার বাঘদের অবস্থান। গতিবিধি সবই দেখা হবে গণনায়। জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হয়ে দেড় মাস ধরে গণনা চলবে।

advertisement

আরও পড়ুন: শীতের কাঁপুনি কি পিছিয়ে গেল? কলকাতার পারদ ১৫ ডিগ্রিতে! জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে জেনে নিন

২০১৭ সালের ১৯ জানুয়ারি ভোরে লাভা থেকে সামান্য দূরে পেদং যাওয়ার রাস্তায় নিজের মোবাইল ক্যামেরায় রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি বন্দি করে বনমহলে চাঞ্চল্য ফেলে দেন আনমোল ছেত্রী নামে স্থানীয় এক যুবক। আরও বাঘের অস্তিত্ব খুঁজে পেতে এরপর নেওড়াভ্যালির পাহাড়ি এই জঙ্গলের নানান জায়গায় ট্র্যাপক্যামেরা বসায় বন দফতর। তাতে ওই বছর অর্থাৎ ২০১৭ সালের ২৩ জানুয়ারি প্রথম সরকারি ভাবে নজরবন্দি হয় বাঘ।

advertisement

আরও পড়ুন: প্রেম ছিল কাপুর পরিবারের মেয়ের সঙ্গে, বিয়ে পর্যন্ত ঠিক! কিন্তু আজও ‘একা’ অক্ষয় খান্না! কার জন্য বিয়ে ভেঙেছিল জানলে চমকাবেন

এরপর ১৬ ফেব্রুয়ারি ২০১৭। ৫ জানুয়ারি ২০১৮ এরপর ২০২০ সালের ১৩ জানুয়ারি বাঘ বন্দি হয় ক্যামেরায়। মাঝে এক বছর দেখা না দিলেও ২০২২ সালের ২৮ অক্টোবর এবং ২০২৩ সালের জানুয়ারি মাসে ক্যামেরাবন্দি হয় বাঘের ছবি। ২০২৪ সালেও একাধিকবার নেওড়ার জঙ্গলে ট্র‍্যাপ ক্যামেরায় বন্দি হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার।

advertisement

বন দফতরের আশা একটি দুটি নয়, বেশ ভাল সংখ্যায় বাঘের অস্তিত্ব রয়েছে পাহাড়ি এই নেওড়াভ্যালির জঙ্গলে। পাশাপাশি, সমতলের গরুমারা ও চাপরামারির সংরক্ষিত বনাঞ্চল জুড়েও চলবে ব্যাঘ্রশুমারি। প্রত্যক্ষ ও পরোক্ষ দুই পদ্ধতিকে কাজে লাগানো হবে গণনায়।

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

শান্তনু কর

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Tiger Census: উত্তরবঙ্গের জঙ্গলে বাঘের অস্তিত্ব কত? নতুন বছরেই ব্যাঘ্রশুমারি গরুমারা-চাপরামারি-ন্যাওড়ার জঙ্গলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল