সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে রিকা নামে রয়্যাল বেঙ্গল টাইগার তিন শাবকের জন্ম দেয়। শাবকের জন্মের খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত হন পার্ক কর্তৃপক্ষ। কিন্তু নাইট শেল্টারেই দু’দিনের মাথায় নিজের শাবককে কামড়ে অন্যত্র সরাতে গিয়ে ঘাড়ে কামড় বসায় রিকা। তিনটে শাবকেরই ঘাড়ের কাছে শ্বাসনালী ফুটো করে দেয়। তিনটের মধ্যে দুটো শাবক আগে মারা গেলেও একটি শাবককে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করেন পার্ক কর্তৃপক্ষ। কিন্তু শেষ রক্ষা হয়নি৷
advertisement
আরও পড়ুন- ২০২৬-এ বোল্ড আউট করে দেবে সৌরভ? মুখ্যমন্ত্রীকে দেওয়া ‘গুগলির’ জবাব দিলেন দাদা
সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার বলেন, “রিকার ভুলেই ওই তিন শাবকের মৃত্যু হয়েছে। তবে সব খতিয়ে দেখা হচ্ছে।” প্রসঙ্গত, বাঘ প্রজননে গোটা দেশে নজির তৈরি করেছে বেঙ্গল সাফারি পার্ক। চলতি বছরের এপ্রিল মাসেই বেঙ্গল সাফারিতে পাঁচ শাবকের জন্ম দিয়েছে শিলা ও বিভান নামে রয়্যাল বেঙ্গল দম্পতি। কিন্তু তারপরে রিকার এই তিন শাবকের মৃত্যু পার্কের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। তবে এই বেঙ্গল সাফারি পার্ক থেকেই প্রানী বিনিময় কর্মসূচির অধীনে দুটি রয়্যাল বেঙ্গল টাইগার হায়দেরাবাদ, দুটি কলকাতার আলিপুর চিড়িয়াখানা, দুটি ত্রিপুরার সিপাহিজালা চিড়িয়াখানা ও দুটি হরিণালয় চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।
অনির্বাণ রায়