Sourav Ganguly: ২০২৬ নির্বাচনে বোল্ড আউট করে দেবে সৌরভ? মুখ্যমন্ত্রীকে দেওয়া 'গুগলির' জবাব দিলেন দাদা

Last Updated:

Sourav Ganguly: News18 নেটওয়ার্কের এডিটর ইস্ট বিশ্ব মজুমদারের সঙ্গে আলাপ চারিতায় উঠে আসা নানা বিষয়। সেখানেই দর্শক আসন থেকে আসা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের জন্য করা প্রশ্নের উত্তর দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

News18
News18
কলকাতা: News18 Bangla-র সোজাসাপটা অনুষ্ঠানে কেন্দ্র-রাজ্য রাজনীতি থেকে ব্যক্তিগত জীবন, একাধিক বিষয়ে খোলামেলা উত্তর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। News18 নেটওয়ার্কের এডিটর ইস্ট বিশ্ব মজুমদারের সঙ্গে আলাপ চারিতায় উঠে আসা নানা বিষয়। সেখানেই দর্শক আসন থেকে আসা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের জন্য করা প্রশ্নের উত্তর দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
সাক্ষাৎকার চলাকালীন স্বাভাবিকভাবেই ওঠে ২০২৬ বিধানসভা নির্বাচন প্রসঙ্গ। আর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানে দর্শক আসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য উড়ে আসে প্রশ্নরুপি গুগলি। যা ছিল প্রাক্তন ভারত অধিনায়ককে নিয়ে। জানতে চাওয়া হয় ২০২৬ নির্বাচনে সৌরভ গঙ্গোপাধ্যায় কি সকলকে ক্লিন বোল্ড করে দেবেন?
এই প্রশ্ন আসতেই জল্পনা শুরু হয়ে যায় অবশেষে কি রাজনীতির ময়দানে আসছেন সৌরভ? আগামী বিধাসভা নির্বাচনে কী ভোটে দাঁড়াচ্ছেন দাদা? এই প্রশ্ন বাণের উত্তর নিজে না দিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিকে ঠেলে দেন মমতা বন্দ্যোপাধ্যা। আর ২২ গজের মতই নিজের স্বমেজাজে প্রশ্নের গুগলিকে সোজা ‘বাপি বাড়ি যা’ ছক্কার মতই উত্তর দেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
advertisement
advertisement
মাইক নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,”আমি আপনার প্রশ্ন সঠিকভাবে বুঝতে পারলাম না। তবে রাজনীতি আমার কাজ নয়। রাজনীতি যারা ভাল পারেন তাদেরই করা উচিত। আমি খেলার মাঠেক লোক। বরঞ্চ আমাকে প্রশ্ন করেন আমি ফের কবে মাঠে ফিরবে?” এই উত্তরের মাধ্যমেই সৌরভ সাফ বুঝিয়ে দেন এখনও রাজনীতিতে আসার কোনও পরিকল্পনা তাঁর নেই।
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly: ২০২৬ নির্বাচনে বোল্ড আউট করে দেবে সৌরভ? মুখ্যমন্ত্রীকে দেওয়া 'গুগলির' জবাব দিলেন দাদা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement