বন দফতর সূত্রে খবর, বাগডোগরা-শিলিগুড়ি এশিয়ান হাইওয়ে ফ্লাইওভারের উপর নেপালের নম্বরওয়ালা একটি চারচাকা গাড়িতে হাতির দাঁত পাচার হবে বলে খবর এসেছিল। সেই গাড়ি আটক করেই মেলে সাফল্য। উদ্ধার হয়েছে ৩৫ সেন্টিমিটার লম্বা হাতির দাঁত, ওজন ১ কেজি ১০৫ গ্ৰাম। হাতির দাঁত পাচারের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে ঘোষপুকুর বন দফতর। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পর আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
advertisement
আরও পড়ুনঃ স্ত্রীর পরকীয়ায় বাধা! স্বামীকে ছুরি মেরে খু*নের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে, মগরায় আটক অভিযুক্ত
অন্যদিকে শিলিগুড়ি চিকেন নেক দিয়ে বন্যপ্রাণীর দেহাংশ সহ নানা ধরণের আন্তর্জাতিক পাচার চক্র চলছে। এদিন বন্যপ্রাণীর দেহাংশ পাচারের খবর পেয়ে ঘোষপুকুর রেঞ্জের রেঞ্জারের নেতৃত্বে একটি দল গঠন করে অভিযান চালানো হয়। তাতে মেলে সাফল্য।
এই পাচার চক্রের ২ জন অভিযুক্তকে গ্ৰেফতার করা হয়েছে এবং তাঁদের হেফাজতে থেকে হাতির দাঁত পাওয়া গিয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে বলে জানান এডিএফও রাহুল দেব মুখার্জি।
