TRENDING:

২০ দিনে ৩ পুরুষ, ১ মহিলার সঙ্গে ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা! হলটা কী আলিপুরদুয়ারে, আতঙ্কে আদিবাসীরা

Last Updated:

২০ দিনে ৩ পুরুষ, ১ মহিলার সঙ্গে ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা! যে ঘটনায় আতঙ্ক এলাকায়। আতঙ্কিত আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: ২০ দিনে ৩ পুরুষ, ১ মহিলার সঙ্গে ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা! যে ঘটনায় আতঙ্ক এলাকায়। আতঙ্কিত আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। কেননা এমন ঘটনাটি ঘটেছে আদিবাসী এলাকাতেই। ঘটনা সম্পর্কে যা জানা গিয়েছে, বমি ও পায়খানায় ২০ দিনে মৃত্যু হয়েছে চার জনের। এদের মধ্যে তিন জন পুরুষ ও একজন মহিলা রয়েছেন। এখানেই শেষ নয়, পাশাপাশি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত আট জন। এখনও হাসপাতালে ভর্তি চার জন। একধরনের ব্যাকটেরিয়া সংক্রমণের কারণেই এই মৃত্যু বলে মনে করছেন চিকিৎসকরা। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে আলিপুরদুয়ার ২ ব্লকের মাঝের ডাবরি ও পদ্মের পাড় গ্রামে।
আলিপুরদুয়ার হাসপাতাল
আলিপুরদুয়ার হাসপাতাল
advertisement

জানা গিয়েছে, গত শনিবার ২৭ সেপ্টেম্বর সকালে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে বলরাম খড়িয়া নামে দক্ষিণ মাঝেরডাবরির এক বাসিন্দার মৃত্যু হয়। তার আগে ২৪ সেপ্টেম্বর বুধবার বলরামের ভাই প্রসেনজিৎ খাড়িয়ারও মৃত্যু হয়েছিল। তার আগের সপ্তাহে আলিপুরদুয়ারের চাপরেরপাড়ে পদ্মেরপাড়ে বলরাম ও প্রসেনজিৎদের আত্মীয় একই পরিবারের বুধনি সোরেন ও মংলা সোরোনেরও মৃত্যু হয়। যারা সম্পর্কে মা ও ছেলে।

advertisement

আরও পড়ুন: বঙ্গোপসাগরে নিম্নচাপের ঠেলায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি! কী হবে উত্তরবঙ্গের? লাল সতর্কতা জারি করে মেগা আপডেট দিল আবহাওয়া দফতর

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে পদ্মেরপাড়ের একাধিক বাসিন্দা আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, দক্ষিণ মাঝেরডাবরিতে বলরাম ও প্রসেনজিতদের প্রতিবেশী এক শিশু সহ তিনজন পেটের গোলমাল হয়েছে। অসুস্থদের মলের যে নমুনা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

advertisement

আরও পড়ুন: বঙ্গোপসাগরে নিম্নচাপের খেলা শুরু, লাল সতর্কতা উত্তরবঙ্গের দুই জেলায়! কী হবে পুজো কার্নিভালের? বড় সিদ্ধান্ত নিল প্রশাসন

সেরা ভিডিও

আরও দেখুন
একই দিনে হাওড়ায় দু'টি বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভয়াবহ রূপ নিল লেলিহান শিখা, অল্পের জন্য রক্ষা
আরও দেখুন

আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালের চিকিৎসক পার্থপ্রতিম দাস বলেন, “এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণে এমন ঘটনা ঘটছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। আমরা মলের নমুনা পরীক্ষা করানো হচ্ছে। একই উপসর্গ নিয়ে আলিপুরদুয়ার জংশনেরও দুই রোগী জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। সকলকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ও খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছি আমরা।”

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
২০ দিনে ৩ পুরুষ, ১ মহিলার সঙ্গে ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা! হলটা কী আলিপুরদুয়ারে, আতঙ্কে আদিবাসীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল