জানা গিয়েছে, গত শনিবার ২৭ সেপ্টেম্বর সকালে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে বলরাম খড়িয়া নামে দক্ষিণ মাঝেরডাবরির এক বাসিন্দার মৃত্যু হয়। তার আগে ২৪ সেপ্টেম্বর বুধবার বলরামের ভাই প্রসেনজিৎ খাড়িয়ারও মৃত্যু হয়েছিল। তার আগের সপ্তাহে আলিপুরদুয়ারের চাপরেরপাড়ে পদ্মেরপাড়ে বলরাম ও প্রসেনজিৎদের আত্মীয় একই পরিবারের বুধনি সোরেন ও মংলা সোরোনেরও মৃত্যু হয়। যারা সম্পর্কে মা ও ছেলে।
advertisement
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে পদ্মেরপাড়ের একাধিক বাসিন্দা আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, দক্ষিণ মাঝেরডাবরিতে বলরাম ও প্রসেনজিতদের প্রতিবেশী এক শিশু সহ তিনজন পেটের গোলমাল হয়েছে। অসুস্থদের মলের যে নমুনা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালের চিকিৎসক পার্থপ্রতিম দাস বলেন, “এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণে এমন ঘটনা ঘটছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। আমরা মলের নমুনা পরীক্ষা করানো হচ্ছে। একই উপসর্গ নিয়ে আলিপুরদুয়ার জংশনেরও দুই রোগী জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। সকলকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ও খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছি আমরা।”