আরও পড়ুন : রাজ্যে প্রথম আসানসোলের অভয় কুমার সিংহানিয়া, প্রাপ্ত নম্বর ৪৯৮
পূর্ব দুরমারির বাসিন্দা পবিত্র রায়ের প্রথম স্ত্রী বিয়ের দুবছরের মধ্যে আত্মহত্যা করে মারা যান। এরপর তিনি দ্বিতীয়বার বিয়ে করেন ও তাদের দুটি কন্যা সন্তান হয়। কিছুদিন আগে তিনি তাঁর শ্যালিকার বিবাহিতা জাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন। এতেই শুরু হয় অশান্তি। পবিত্রর বিরুদ্ধে অত্যাচার করার অভিযোগে বানারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার দ্বিতীয় স্ত্রী মাম্পি রায়। অভিযোগ তিনটি বিয়ে করার পরেও এলাকায় বিবাহিত বেশ কয়েকজন মহিলার সঙ্গে তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল৷
advertisement
গ্রামের এক মহিলা জানিয়েছেন, ‘‘ বাড়িতে স্ত্রী ও দুই কন্যা সন্তান থাকেতেও পবিত্র আবার এক মহিলাকে বাড়ি নিয়ে এসেছে। উনি স্ত্রী কিনা জানি না। ওর কৃতকর্মের জন্য এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। তাই ওর বিরুদ্ধে আমরা থানায় অভিযোগ জানিয়েছিলাম।’’ বানারহাট থানার পুলিশ সূত্রে খবর, পবিত্র রায়কে গ্রেফতার করা হয়েছে এবং তাঁর তৃতীয় স্ত্রীকে আটক করা হয়েছে । পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বানার থানার পুলিশ।
Rocky Chowdhury