এই প্রথম মালদহ জেলায় পিঠেপুলি উৎসব অনুষ্ঠিত হল। যেখানে প্রায় ২০টি বিভিন্ন রকম স্টল করে হাতের তৈরি সামগ্রী প্রদর্শন ও বিক্রি করা হয়। পিঠেপুলি উৎসবের উদ্যোক্তা সৈয়দা ইরম জানান, “কালিয়াচক ব্লক এলাকার বিভিন্ন গ্রাম থেকে মহিলারা তাঁদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে এসে পিঠেপুলি উৎসবে শামিল হয়েছেন। সম্পূর্ণ মহিলা পরিচালিত এই উৎসব। প্রথমবারেই মানুষের ভাল সাড়া মিলছে। আগামীতে আবারও এই ধরনের উৎসবের উদ্যোগ নেওয়া হবে।”
advertisement
পিঠেপুলি উৎসবে শামিল হয়ে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, “মহিলাদের এমন উদ্যোগ দেখে খুব ভাল লাগছে। এতদিন বাড়িতেই পিঠেপুলি খেতে পেতাম। তবে উৎসবের আয়োজন করে এভাবেও যে পিঠেপুলি খেতে পাবো ভাবতে পারিনি। জেলাবাসীর উদ্দেশ্যে বলব নারীদের এমন উদ্যোগে উৎসাহ দিতে যেন তাঁরা এই উৎসবে শামিল হন।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শুধু পিঠেপুলি নয়, এই উৎসবের মধ্য দিয়ে মহিলাদের হাতে তৈরি পোশাক, কসমেটিক, কেক সহ একাধিক রকম খাবার সামগ্রী প্রদর্শন করা হয়। পাশাপাশি এই উৎসবকে ঘিরে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে নাটক ও নৃত্যের মাধ্যমে গ্রামবাংলার সংস্কৃতিকে তুলে ধরা হয়।





