বাগান বন্ধ। কিন্তু তাই বলে দুর্গাপুজো বন্ধ হয়নি। ১৯৩৬ সালে ব্রিটিশ আমলে তৎকালীন বাগান কর্তৃপক্ষের উদ্যোগে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মধু চা বাগানের দুর্গাপুজো শুরু হয়েছিল। এই নিয়ে শ্রমিক মহল্লার মানুষদের মধ্যেও কম উন্মাদনা ছিল না। মাটির একটি অস্থায়ী মঞ্চ তৈরি করে দুর্গাপুজো আয়োজিত হত। পরবর্তীতে সেখানে কংক্রিটের স্থায়ী মঞ্চ তৈরি করে পুজোর আয়োজন করা হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ ঢাকের তালেও হারিয়েছে বাঁশ! ঢাকিদের পছন্দ প্লাস্টিকের কাঠি, হু হু করে চাহিদা বাড়ার কী কারণ জানেন?
আগে বাগানেই দুর্গা প্রতিমা তৈরি করা হত। তবে বর্তমানে মধু চা বাগান বন্ধ। এই পরিস্থিতিতেও পুজো বন্ধ না করে শ্রমিক ও বাগানের বাসিন্দারা সেই ভার সামলাচ্ছেন। পুজোয় আগের মতো সেই জৌলুস না থাকলেও সরকারি অনুদানের সাহায্যে দুর্গাপুজোর আয়োজন হচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে বাগানের এক কর্মী অবনীন্দ কুমার মিত্র বলেন, “এখনও পুরনো দিনের সেই পুজোর স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তবে বাগানের অচলাবস্থার কারণে পুজোর গরিমা আগের মতো না থাকলেও পুজো নিয়ে বাসিন্দাদের মধ্যে উন্মাদনার অভাব নেই।”