TRENDING:

ব্রিটিশ আমলে শুরু! চা বাগানের এই দুর্গাপুজোর ঐতিহ্য আজও অটুট, স্বাধীনতার পরেও একইভাবে হয় উমার আরাধনা

Last Updated:

Traditional Durga Puja: ১৯৩৬ সালে ব্রিটিশ আমলে তৎকালীন বাগান কর্তৃপক্ষের উদ্যোগে কালচিনি ব্লকের মধু চা বাগানের দুর্গাপুজো শুরু হয়েছিল। সেই সময় ঠিক যেভাবে পুজো হত, এখনও একইভাবে এই বাগানে দুর্গাপুজোর আয়োজন হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালচিনি, অনন্যা দেঃ ইংরেজদের আমলে পুজো শুরু হয়েছিল। সেই সময় ঠিক যেভাবে পুজো হত, এখনও একইভাবে এই বাগানে দুর্গাপুজোর আয়োজন হয়। আলিপুরদুয়ার জেলার অত্যন্ত পরিচিত চা বাগান এটি। এবার বাগানের পুজোর ইতিকথা তুলে ধরলেন মধু চা বাগানের শ্রমিকেরা। বর্তমানে জোরকদমে পুজো মঞ্চ সাজিয়ে তোলার কাজ চলছে।
advertisement

বাগান বন্ধ। কিন্তু তাই বলে দুর্গাপুজো বন্ধ হয়নি। ১৯৩৬ সালে ব্রিটিশ আমলে তৎকালীন বাগান কর্তৃপক্ষের উদ্যোগে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মধু চা বাগানের দুর্গাপুজো শুরু হয়েছিল। এই নিয়ে শ্রমিক মহল্লার মানুষদের মধ্যেও কম উন্মাদনা ছিল না। মাটির একটি অস্থায়ী মঞ্চ তৈরি করে দুর্গাপুজো আয়োজিত হত। পরবর্তীতে সেখানে কংক্রিটের স্থায়ী মঞ্চ তৈরি করে পুজোর আয়োজন করা হচ্ছে।

advertisement

আরও পড়ুনঃ ঢাকের তালেও হারিয়েছে বাঁশ! ঢাকিদের পছন্দ প্লাস্টিকের কাঠি, হু হু করে চাহিদা বাড়ার কী কারণ জানেন?

আগে বাগানেই দুর্গা প্রতিমা তৈরি করা হত। তবে বর্তমানে মধু চা বাগান বন্ধ। এই পরিস্থিতিতেও পুজো বন্ধ না করে শ্রমিক ও বাগানের বাসিন্দারা সেই ভার সামলাচ্ছেন। পুজোয় আগের মতো সেই জৌলুস না থাকলেও সরকারি অনুদানের সাহায্যে দুর্গাপুজোর আয়োজন হচ্ছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এই বিষয়ে বাগানের এক কর্মী অবনীন্দ কুমার মিত্র বলেন, “এখনও পুরনো দিনের সেই পুজোর স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তবে বাগানের অচলাবস্থার কারণে পুজোর গরিমা আগের মতো না থাকলেও পুজো নিয়ে বাসিন্দাদের মধ্যে উন্মাদনার অভাব নেই।”

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ব্রিটিশ আমলে শুরু! চা বাগানের এই দুর্গাপুজোর ঐতিহ্য আজও অটুট, স্বাধীনতার পরেও একইভাবে হয় উমার আরাধনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল