মুকুল ভাল আসলেই আমের ফলনও অধিক হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও সমস্তটাই নির্ভর করছে আবহাওয়া ও প্রাকৃতিক বিপর্যয়ের উপর। এই মুহূর্তে প্রায় প্রতিটি আমগাছেই মুকুল আসছে বা কোন কোন গাছে মুকুল ফুটে গিয়েছে এখন কৃষকদের তেমন গাছের পরিচর্যা না করলেও চলবে। এমনটাই জানাচ্ছেন জেলা উদ্যান পালন দফতরের কর্তারা। শুধুমাত্র গাছের গোড়ায় ও শাখা প্রশাখায় হালকা জল স্প্রে করলেও করা যেতে পারে। তবে যদি এই মুহূর্তে আবহাওয়ার পরিবর্তন হয় ঠান্ডা বা কুয়াশা পড়তে শুরু করে তাহলে আমচাষীদের অবশ্যই আম বাগানে মুকুল বাঁচিয়ে রাখার জন্য ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। যদিও আগামী কয়েক দিন আবহাওয়া পরিবর্তনের কোন সম্ভাবনা নেই। গত বছর মালদহ প্রায় দুই লক্ষ মেট্রিক টন আমের উৎপাদন হয়েছিল। বিগত কয়েক বছরের তুলনায় গত বছর আমের ফলন অনেকটাই কমে গিয়েছিল। তবে এই বছর মরশুমের প্রথম থেকেই আবহাওয়া আম চাষের পক্ষে অনুকূল। জেলা উদ্যান পালন দফতরের আধিকারিক সামন্ত লায়েক বলেন, ‘এই বছর আবহাওয়া অনুকুল এখন পর্যন্ত। আমের মুকুল ভাল ফুটছে। আগামী আবহাওয়া ভাল থাকলে আমের ফলন ভাল হবে।’
advertisement
আরও পড়ুন: উপনয়ন অনুষ্ঠানে পৈতে ধারণ করল ৯ বছরের মেয়ে, ছক ভাঙা অনুষ্ঠানের আয়োজন করে বাজিমাত মালদহের দম্পতির
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এমনকি উদ্যানপালন দফতর সূত্রে জানা গিয়েছে, এখন পর্যন্ত জেলার ৬০ শতাংশ বাগানে মুকুল ফুটে গিয়েছে। আগামীতে আরও মুকুল ফুটবে বাকি বাগানগুলিতে। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে এই বছর আমের ফলন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তিন থেকে সাড়ে তিন লক্ষ মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে চলতি মরশুমে। এখন থেকে কৃষকদের আম বাগানের পরিচর্যা ও সঠিক দেখভাল করার পরামর্শ দেওয়া হচ্ছে উদ্যান পালন দফতরের পক্ষ থেকে।
হরষিত সিংহ