সমাজসেবী শংকর রায় জানান, “তিনি প্রতিদিন বহু সংখ্যক পরীক্ষার্থীকে বিনা খরচে নিজের গাড়িতে করে পোঁছে দিচ্ছেন। এর জন্য নিজের গাড়িতে মোবাইল নম্বর-সহ ব্যানার টাঙিয়েছেন তিনি। যাতে আগে থেকে জেনে গিয়ে সহজেই অভিভাবকরা তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন। ২০১৭ সাল থেকে তিনি এই পরিষেবা দিয়ে থাকেন। মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্য করার জন্য তিনি সারাবছর ধরে টাকা জমান। আসলে নিজে মাধ্যমিক পরীক্ষার সময় পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে সমস্যায় পড়েছিলেন। সেই অভিজ্ঞতা যাতে অন্য কারোর না হয় সেজন্য এমন উদ্যোগ নিয়েছেন তিনি।”
advertisement
এক মাধ্যমিক পরীক্ষার্থী সৌমিক রাউত জানান, “শংকর রায়ের এই উদ্যোগের ফলে কোচবিহার শহর ও শহর লাগোয়া বহু পরীক্ষার্থীর উপকৃত হচ্ছে। এই বিশেষ উদ্যোগের ফলে মাধ্যমিক পরীক্ষার সময় পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে আর চিন্তা করতে হচ্ছে না। এই ধরনের কাজে যদি আরও বহু মানুষ এগিয়ে আসেন তবে আরও অনেকটাই সুবিধা হবে সকল ছাত্র-ছাত্রীদের। আগামী দিনেও তিনি এই ভাবেই আরও বহু ছাত্র-ছাত্রীর উপকার করুন এমনটাই প্রত্যাশা। বর্তমান সময়ে তাঁর এই গাড়ি বহু ছাত্র-ছাত্রীর পরীক্ষা কেন্দ্রে সঠিক সময়ে পৌঁছে যাবার একমাত্র ভরসা।”
শংকর রায়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার মানুষেরা। ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকেরা সকলেই শঙ্কর রায়ের এই কর্মকাণ্ডে অনেকটা খুশি। যদিও শংকর রায়ের পরিকল্পনা, তিনি আগামী দিনে আরও বহু মানুষকে এভাবেই উপকার করবেন। তবে মাধ্যমিক পরীক্ষার কিছুদিন পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেই সময়েও তিনি সেই পরীক্ষার্থীদের গাড়িতে করে পৌঁছে দেবেন পরীক্ষা কেন্দ্রে এমনটাই মনস্থির করেছেন।
Sarthak Pandit