বালুরঘাটের পরিবেশপ্রেমী তুহিন শুভ্র মন্ডল বলেন, “বিন্দু বিন্দু জল আমাদের সম্বল। এটাই মূল মন্ত্র। অনুষ্ঠান বাড়িতে বেঁচে যাওয়া এই জল হামেশাই নষ্ট হয়। আমরা তা সংগ্রহ করেছি। প্রখর গরমে শহরের বিভিন্ন রাস্তার ধারে গাছগুলিতে ১০০ লিটার জল দেওয়া হয়েছে। আগামীতেও এই কর্মসূচি চলবে। ছাত্র-ছাত্রীদের নিয়ে জলবন্ধু তৈরি করা হয়েছে। তারা এই কাজে সামিল হয়েছেন। মূলত ভূগর্ভস্থ জল না তুলে জলের পুনর্ব্যবহার করতেই উদ্যোগ। এতে জলের অপচয় রোধ হচ্ছে।”
advertisement
বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, “প্রশংসনীয় উদ্যোগ। আমাদের স্প্রেয়ার মেশিনের মাধ্যমে মাঝেমধ্যেই গাছগুলিতে জল দেওয়া হয়। সচেতন মানুষ এভাবে এগিয়ে এলে কাজ আরও সহজ হয়ে ওঠে।”
এ দিকে বালুরঘাট পুরসভার তরফে শহরের সৌন্দর্যায়নের জন্য রাস্তার ডিভাইডার বরাবর একাধিক গাছ লাগানো হয়েছে। এদিন প্রায় ১০০ লিটার সংগৃহীত জল তাঁরা প্রখর রোদে শহরের বিভিন্ন গাছের গোড়ায় দিয়েছেন। সেই জল শহরের গাছগুলিতে দিয়ে সেগুলির প্রাণ রক্ষা করেছেন বলে সদস্যরা জানিয়েছেন। ইতিমধ্যেই তাঁরা সোশ্যাল মাধ্যমে কোনও অনুষ্ঠান বাড়িতে জল বেঁচে গেলে তা না ফেলার অনুরোধ করেছেন। পরিবর্তে তাদের জানালে তাঁরা এসে সেই জল সংগ্রহ করে নিয়ে যাবেন। আগামীতেও এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।





