TRENDING:

Jalpaiguri News: ভাই-বোনের ভিক্ষার সংসারেও নজর! সব হারিয়ে নিঃস্ব পরিবার

Last Updated:

দড়জার তালা ভাঙা। বুঝে যান তাঁর বাড়িতে চুরি হয়েছে। এরপর প্রতিবেশীদের ডাক দেন। তাঁরা এসে দেখেন গোটা ঘর লণ্ডভণ্ড হয়ে আছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: প্রতিদিনের মতো গত সোমবার সকালেও দুই ভাইবোন ভিক্ষে করতে বেরিয়েছিল। সন্ধেতে বাড়ি ফিরে ঘরের তালা খুলতে যান। কিন্তু টিনের গেট হাতড়েই বুঝতে পারেন বাড়ির তালা খোলা! আঁতকে ওঠেন নারায়ণ দেবনাথ। এরপর উঠোন পেরিয়ে ঘরের দড়জা খুলতে দেখেন সেখানেও একই ব্যাপার। দড়জার তালা ভাঙা। বুঝে যান তাঁর বাড়িতে চুরি হয়েছে। এরপর প্রতিবেশীদের ডাক দেন। তাঁরা এসে দেখেন গোটা ঘর লণ্ডভণ্ড হয়ে আছে। যাদের ভিক্ষে করে সংসার চলে তেমন ভাই-বোনের বাড়িতে চুরির ঘটনায় তাজ্জব হয়ে যান সকলে।
advertisement

আরও পড়ুন: পেটে খিদে নিয়ে লোকালয়ে এসে সোজা খাঁচায়! রাগে গজরাচ্ছে চা বাগানের ত্রাস

প্রতিবেশী শম্ভু পাসোয়ান বলেন, এরা সকালে ভিক্ষে করতে বেরিয়ে গিয়েছিল। ফিরে এসে দেখে তালা ভাঙা, বাক্স ভাঙা। সব চুরি হয়ে গেছে। আমাদের এলাকায় এমন ঘটনা আগে ঘটেনি। আমরা চাই পুলিশ তদন্ত করে উপযুক্ত ব্যাবস্থা করুক।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

হতভাগ্য নারায়ণ দেবনাথ বলেন, আমরা দুই-ভাইবোন মিলে ভিক্ষে করে কোনরকমে দিন‌ যাপনকরি। যা আয় করি তার থেকে কিছু কিছু করে জমিয়ে ১০ হাজার টাকা সঞ্চয় করে বাড়িতেই রাখা ছিল। সেই টাকা চুরি হয়ে গেল। পরে টিনের বাক্স খুলে দেখলাম সেখানে রাখা ছিল এক জোড়া খঞ্জনি। সেটাও চুরি হয়ে গেছে। এই বিষয়ে ডিএসপি (হেডকোয়ার্টার) সমীর পাল জানান, ঘটনার তদন্ত হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: ভাই-বোনের ভিক্ষার সংসারেও নজর! সব হারিয়ে নিঃস্ব পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল