এলাকার এক স্থানীয় বাসিন্দা অঞ্জনা মালাকার জানান, “দীর্ঘ সময় ধরে আমার বাড়ির পাশে থাকা পূর্ত (সড়ক) দফতরের পরিত্যক্ত গোডাউনে উন্মুক্ত অবস্থায় পড়ে রয়েছে বোটগুলি। আগে একটা সময়ে এখানে লোক থাকতো। বর্তমানে কেউ থাকেনা। আগে সব সময় তাঁর বাড়ি ছাদ থেকে দেখতে পাওয়া যেত সেগুলিকে। বর্তমানে আগাছা পূর্ণ হয়ে থাকার কারণে অস্পষ্ট ভাবে কিছুটা দেখতে পাওয়া যায়। তবে দীর্ঘ সময়ের ইতিহাসের সাক্ষী এই বোট প্রশাসনের সংরক্ষণ করা উচিত। না হলে অচিরেই ইতিহাসের নিদর্শন এই বোটগুলি নষ্ট হয়ে যাবে।”
advertisement
আরও পড়ুন: আচমকা ভাঙল ব্রিজ, ৭ বছরেও হল না নির্মাণ! এবার কড়া পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা বাসিন্দাদের
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নিশিগঞ্জ এক নং গ্রাম পঞ্চায়েতের প্রধান রজনীকান্ত বড়ুয়া জানান, “দীর্ঘ সময়ের পুরনো এই অ্যালুমিনিয়ামের বোট হেরিটেজ সম্পত্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোচবিহার রাজাদের সঙ্গে সুসম্পর্ক থাকা ব্রিটিশ সেনা এগুলি ব্যবহার করত। তাই জেলা প্রশাসনের উচিত এগুলিকে দ্রুত সংরক্ষণ করা।” প্রাক্তন মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন জানান, “কোচবিহার মহারাজাদের এবং ইংরেজ সেনার স্মৃতি বিজড়িত এই বোটগুলি ব্রিটিশ আমল থেকেই এখানে রয়েছে। ১৯৪২ সালে এই বোটগুলিকে তৈরি করা হয়েছিল তা খোদাই রয়েছে বোটের গায়ে। হেরিটেজ এই বোটগুলিকে দ্রুত সংরক্ষণ করা উচিত জেলা প্রশাসনের।”
আরও পড়ুন: নতুন বছরের পিকনিক হয়ে উঠবে আরও জমজমাট! যা তৈরি হল মানসাই নদীর ধারে
পূর্ত (সড়ক) দফতরের গোডাউনে অবহেলায় পড়ে থাকা এই ব্রিটিশ সেনার বোটগুলি বর্তমান সময়ে বহু কৌতুহলীরা দেখতে আসছেন। তবে ইতিহাসের সাক্ষী এই বোটগুলিকে অবিলম্বে সংরক্ষণ করা উচিত জেলা প্রশাসনের। না হলে অচিরেই দীর্ঘ ইতিহাসের সাক্ষী হেরিটেজ এই বোটগুলি নষ্ট হয়ে যাবে। যদিও এই বোটগুলি সংরক্ষণের বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনিক কোন উদ্যোগ দেখতে পাওয়া যায়নি।
Sarthak Pandit





