TRENDING:

Siliguri News : ৯৯ বছরে আনন্দময়ী কালীবাড়ির পুজো! কখন শুরু হচ্ছে মায়ের আরাধনা জানুন

Last Updated:

প্রায় শতবর্ষ পেরোনোর দোরগোড়ায় দাঁড়িয়ে শিলিগুড়ির এক ঐতিহ্য — আনন্দময়ী কালীবাড়ি। চারণ কবি মুকুন্দ দাসের হাত ধরে তৈরি হয়েছিল এই মন্দির, তিনিই এনেছিলেন মায়ের প্রতিমা, যা আজও পূজিতা হন একই নিষ্ঠায় ও ভক্তিতে। মহাবিস্তানের কাছে অবস্থিত এই প্রাচীন মন্দিরের পুজো এ বছর ৯৯ তম বর্ষে পড়েছে। তাই শহরবাসীর কাছে এই পুজোর তাৎপর্য যেন একটু আলাদা, একটু বেশি আবেগময়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : প্রায় শতবর্ষ পেরোনোর দোরগোড়ায় দাঁড়িয়ে শিলিগুড়ির এক ঐতিহ্য — আনন্দময়ী কালীবাড়ি। চারণ কবি মুকুন্দ দাসের হাত ধরে তৈরি হয়েছিল এই মন্দির, তিনিই এনেছিলেন মায়ের প্রতিমা, যা আজও পূজিতা হন একই নিষ্ঠায় ও ভক্তিতে। মহাবিস্তানের কাছে অবস্থিত এই প্রাচীন মন্দিরের পুজো এ বছর ৯৯ তম বর্ষে পড়েছে। তাই শহরবাসীর কাছে এই পুজোর তাৎপর্য যেন একটু আলাদা, একটু বেশি আবেগময়।
advertisement

ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। উদ্যোক্তাদের মতে, এই বছরও পুজো হবে একেবারে ঐতিহ্য মেনে, কোনও আধুনিকতার চাকচিক্য ছাড়াই। কারণ এই পুজোর আসল সৌন্দর্য তার নিয়ম-নীতি, আচার এবং শ্রদ্ধায়। দীপান্বিতা অমাবস্যার রাতে এই মন্দিরে মা দীপান্বিতা কালী রূপে পূজিতা হন। এ বছর ২০ অক্টোবর রাত দশটা থেকে শুরু হবে পুজো, যা চলবে সারারাত।

advertisement

প্রতিবারের মতো এবারও দর্শনার্থীদের সুবিধার জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। বৃদ্ধ ও বৃদ্ধাদের থাকার ব্যবস্থা, দর্শনের জন্য আলাদা লাইন, আর থাকবে প্রায় ২০০ জন স্বেচ্ছাসেবক, যারা সারারাত ধরে তদারকি করবেন ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে নিরাপত্তা পর্যন্ত। উদ্যোক্তারা জানান, পুজোর দিন দুস্থদের জন্য বস্ত্র বিতরণ ও ভোগ প্রসাদ বিতরণ করা হবে, পাশাপাশি থাকবে সমাজসেবামূলক নানা উদ্যোগ।

advertisement

এই মন্দিরের অন্যতম আকর্ষণ এর ভোগ প্রথা। সারা বছর নিরামিষ ভোগ হলেও কালীপুজোর দিন একমাত্র দিন যখন মাকে নিবেদন করা হয় মাছের ভোগ — বিশেষ করে শোল, কাতল, ইলিশ ও বোয়াল। মায়ের প্রিয় ভোগ শোল মাছ বলেই বহু ভক্ত আগে থেকেই মন্দির কমিটির সঙ্গে যোগাযোগ করে ভোগ দেওয়ার অনুমতি নেন। তবে আগে যেখানে পাঠা বলির প্রচলন ছিল, এখন তা সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে; তার বদলে মাকে নিবেদন করা হয় চাল কুমড়ো ও আখ সহ নানান ফল।

advertisement

View More

উদ্যোক্তাদের কথায়, “প্রায় একশো বছরের এই পুজো কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি শহরের ঐতিহ্যের প্রতীক। মুকুন্দ দাসের হাতে শুরু হওয়া এই পুজো আজও আমাদের গর্ব।”

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তাই শহরবাসী এখন গুনছে দিন — ২০ অক্টোবর রাতের আকাশে দীপান্বিতা কালীর আলোয় আবারও ভরে উঠবে আনন্দময়ী কালীবাড়ির প্রাঙ্গণ, আর মায়ের আহ্বানে শিলিগুড়ি মেতে উঠবে ভক্তির আবহে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News : ৯৯ বছরে আনন্দময়ী কালীবাড়ির পুজো! কখন শুরু হচ্ছে মায়ের আরাধনা জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল