আরও পড়ুন: একই দিনে গ্রামের তিন ছাত্রী নিখোঁজ! ক্রমশ রহস্য বাড়ছে
বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের ক্ষুব্ধ অস্থায়ী কর্মীদের অভিযোগ, প্রতিমাসে নিয়মিত বেতন মেলে না। মাসের প্রথম সপ্তাহে বেতন দেওয়ার কথা থাকলেও তা দিন দিন পিছিয়ে যাচ্ছে। পিএফ-এর টাকাও ঠিক করে জমা পড়ছে না। এই অবস্থায় দেওয়ালে পিঠ ঠেকে যাওয়াতেই তাঁরা বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন ওই কর্মীরা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
যদিও এদিন হাসপাতালের পরিষেবা স্বাভাবিক রেখেই অস্থায়ী কর্মীরা বিক্ষোভে সামিল হন। আগামী সোমবারের মধ্যে বেতন না হলে কর্মবিরতির পথে হাঁটার হুঁশিয়ারি দেন ক্ষুব্ধ কর্মীরা। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্বাস্থ্য দফতর৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী ওই কর্মীরা একটি বেসরকারি সংস্থার হয়ে কাজ করেন। ওই সংস্থার অধীনে সব মিলিয়ে ১৯৮ জন কর্মী আছেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ৷ পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সুস্মিতা গোস্বামী






