মালদহের ইংরেজবাজার ব্লকের লক্ষ্মীপুর গ্রামের সুস্বাস্থ্য কেন্দ্রে আধুনিক পদ্ধতি ব্যবহার করে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন গ্রামবাসীরা। সুস্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার অরুনিমা রায় জানান, “প্রাথমিক চিকিৎসা থেকে স্বাস্থ্য পরীক্ষা, টিকাদান, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো দীর্ঘস্থায়ী রোগ, শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা নিয়ন্ত্রণ, মাদকাসক্তি ও অন্যান্য আসক্তি জনিত সমস্যা ইত্যাদি রোগের চিকিৎসা পরিষেবা দেওয়া হয় এই স্বাস্থ্য কেন্দ্র। শুধু তাই নয় জটিলতম একাধিক রোগের ক্ষেত্রে টেলি মেডিসিনের মাধ্যমে রোগীদের সুস্থ করে তোলা হয় এখানেই।”
advertisement
আরও পড়ুন: ৩ মাসের প্রশিক্ষণ, কাগজ দিয়ে যুবক-যুবতীদের ‘এই’ কাজে হচ্ছে মোটা আয়! ট্রাই করতে পারেন আপনিও
এই বিষয়ে মালদহ জেলা স্বাস্থ্য আধিকারিক ডঃ সুদীপ্ত ভাদুড়ী জানান, “গ্রামীণ চিকিৎসা পরিষেবাকে উন্নত করতে একাধিক রকম রোগ নির্ণয়ের জন্য টেলিমেডিসিন পদ্ধতির মাধ্যমে চিকিৎসকদের দ্বারা নির্ধারিত ওষুধ প্রদান করা হচ্ছে। এর ফলে জেলা হাসপাতাল এবং ব্লক এলাকার বেড পরিষেবার হাসপাতালগুলোতে অনেকটাই চাপ কমছে এবং রোগীদের চিকিৎসা পরিষেবা সহজ এবং দ্রুত হচ্ছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জেলায় মোট ৫৯০ টি মধ্যে ৫৬০ টি সুস্বাস্থ্য কেন্দ্র চালু রয়েছে। প্রত্যন্ত এলাকার গ্রামগুলোতে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে অনেক সময় সমস্যা দেখা দেয় গ্রামবাসীদের। তাই সাব সেন্টারগুলোকে সুস্বাস্থ্য কেন্দ্রে পরিণত করে উন্নত স্বাস্থ্য ব্যবস্থা দেওয়া হচ্ছে জেলার প্রায় প্রতিটি গ্রাম এবং পাড়ায়। চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে এমন আধুনিক পদ্ধতি গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বিপ্লব এনেছে বলে অভিমত অনেকের। এই ব্যবস্থায় বহু মানুষের বেঁচে যাবে বেসরকারি হাসপাতালে চিকিৎসার কাঁড়ি কাঁড়ি টাকার খরচ।