গৃহস্থালি কিংবা বিক্রির জন্য কাঠ জোগাড় করাটা শুধু প্রয়োজন নয়,একরকম জীবনের লড়াইয়ের অংশ। জলপাইগুড়ির তিস্তা পাড়ের জনজীবনে রান্নার গ্যাস নয়, এখনও প্রধান জ্বালানি কাঠ। কিন্তু এখন কাঠের বাজারদর এতটাই চড়া, যে অনেকেই ভরসা রাখেন তিস্তার উপহারেই। সিকিম থেকে ভেসে আসা কাঠ তাদের কাছে একান্ত আশ্রয়। ঝুঁকিপূর্ণ হলেও তীব্র স্রোতের তিস্তায় নেমে কাঠ সংগ্রহ করতেই হয়।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
মুখে একগাল হাসি, চোখে তৃপ্তি বুঝিয়ে দেয় এই সংগ্রামের সঙ্গেই জড়ানো তাদের টিকে থাকার আনন্দ। বর্ষাকালে তিস্তার জল ফুলে ফেঁপে ওঠে,ভোগান্তি বাড়ে তিস্তা পাড়ে। জল ঢুকে পড়ে ঘরবাড়িতে, তছনছ করে জীবনযাত্রা। এখনও সেই ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন না হলেও ভেসে আসা কাঠ কুড়োতেই ব্যস্ত এলাকাবাসী। বন্যার পর নদীর বুক চিরে ভেসে আসে শত শত কাঠের গুঁড়ি, যা হয়ে ওঠে সারা বছরের জ্বালানির জোগান। তিস্তা যেন তাঁদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এক চরিত্র সে যেমন ক্ষতি করে, তেমনি দেয় বাঁচার পথও।
সুরজিৎ দে