আরও পড়ুন: স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যুতে গাফিলতির অভিযোগ, উত্তপ্ত কান্দি হাসপাতাল
কালচিনি ব্লকের ভার্নাবাড়ি চা বাগানের শ্রমিক পাতরুস খড়িয়া এদিন সকালে বাগানে কাজ করতে গিয়েছিলেন। সকালে কাজ শুরু হয়েছিল জোরকদমে। হঠাৎই ওই সময় বাগান সংলগ্ন জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে এসে চা বাগানে প্রবেশ করে। সেই হাতিটি আক্রমণ করে বসে। আর তাতেই মারাত্মকভাবে জখম হন পাতরুস খড়িয়া। বাগানের অন্য শ্রমিকরা তাঁকে উদ্ধার করে প্রথমে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যায়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সেখানে অবস্থার অবনতি হলে পরবর্তীতে ওই শ্রমিককে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সেখানেই তিনি চিকিৎসাধীন। এই বিষয়ে জখম শ্রমিক পাতরুস খড়িয়ার এক আত্মীয় জানান, আগে রাতে হাতি আসত। কিন্তু এখন সকালেই চলে আসছে। পাতরুসকে যেভাবে আহত করেছে দেখে ভয় লাগছে। ও এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওই শ্রমিককে হাতিটি শুঁড় দিয়ে তুলে ছুঁড়ে ফেলে দেয়। তাঁর ঘাঁড়, হাতে আঘাত লেগেছে।
অনন্যা দে