Murshidabad News: স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যুতে গাফিলতির অভিযোগ, উত্তপ্ত কান্দি হাসপাতাল
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
মৃত অলক কুমার চন্দ্রের বাড়ি কান্দি পুরসভার ২ নম্বর ওয়ার্ডে। তিনি কান্দি শহরের প্রসিদ্ধ স্বর্ন ব্যবসায়ী ছিলেন
মুর্শিদাবাদ: রোগীর মৃত্যুর পর চিকিৎসায় গাফিলতির অভিযোগ করলেন পরিজনরা। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কান্দি মহকুমা হাসপাতাল। মৃতের নাম অলোক কুমার চন্দ্র। তাঁর পরিজনদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর।
মৃত অলক কুমার চন্দ্রের বাড়ি কান্দি পুরসভার ২ নম্বর ওয়ার্ডে। তিনি কান্দি শহরের প্রসিদ্ধ স্বর্ন ব্যবসায়ী ছিলেন। জানা গিয়েছে, গুরুতর অসুস্থ অবস্থায় মঙ্গলবার রাতে কান্দি মহকুমা হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। কোনভাবে তিনি পুড়ে যাওয়ায় বার্নিং ওয়ার্ডে ভর্তি ছিলেন। মৃত ব্যাবসায়ীর পরিজনদের অভিযোগ, রাতভর তাঁর কোনও চিকিৎসা হয়নি। বুধবার সকালে তিনি মারা যান। বিনা চিকিৎসায় অলক কুমার চন্দ্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। এরপরই তাঁরা ক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ। আসেন কান্দির পুরপ্রধান জয়দেব ঘটক’ও।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, মঙ্গলবার রাত থেকে ভর্তি করা হলেও কোনও চিকিৎসক আসেনি চিকিৎসা করতে। তাঁরা চিকিৎসা শুরু কথা বললে দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ। ঠিক মত চিকিৎসা না হওয়ার কারণেই বুধবার সকালে ওই স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে পরিবারের দাবি। এই প্রসঙ্গে কান্দির পুরপ্রধান জয়দেব ঘটক জানান, যেকোনও মৃত্যুই দুঃখজনক। চিকিৎসক আসেননি অভিযোগ করছে মৃতের পরিবার। অভিযোগ জমা পড়ছে। আমরাও চাই কীভাবে মৃত্যু হল তার তদন্ত হোক।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 25, 2024 12:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যুতে গাফিলতির অভিযোগ, উত্তপ্ত কান্দি হাসপাতাল