নাগেশ্বরী চা বাগান মেরিকো ও সম্মেলন গোষ্ঠীর আওতাধীন। ইতিমধ্যেই বাগান মালিক কর্তৃপক্ষ ৮.৩৩ হারে বোনাস দেওয়ার আর্জি জানিয়ে শ্রম দফতরকে চিঠি দিয়েছে। তবে এই হারে বোনাস নিতে নারাজ বাগানের শ্রমিকেরা।
আরও পড়ুনঃ বুলেট থেকে রাজনৈতিক! জেলার ‘এই’ বাজারে রকমারি ঘুড়ির সম্ভার, বিশ্বকর্মা পুজোর আগে উপচে পড়ছে ভিড়
advertisement
১৫ তারিখের মধ্যে বাগান কর্তৃপক্ষ ২০ শতাংশ হারে বোনাস দেওয়ার কথা না জানালে ১৬ তারিখ থেকে আন্দোলন করা হবে বলে আগেই জানিয়েছিলেন শ্রমিক নেতারা। সেই অনুযায়ী এদিন ফের আন্দোলন শুরু করা হয়।
বাগানের শ্রমিক নেতারা জানান, বাগান মালিক কর্তৃপক্ষ ২০ শতাংশ হারে বোনাস দেওয়ার ঘোষণা এখনও করেনি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন ফের আন্দোলন শুরু করা হল। বাগানে যাতে কোনও অশান্ত পরিস্থিতি তৈরি না হয় এদিন সেই বিষয়ে মেটেলি থানায় এসে আইসিকে জানানো হয়েছে। দ্রুত ২০ শতাংশ হারে বোনাস দেওয়ার বিষয়ে মালবাজারের শ্রম অধিকারীকে জানানো হবে।