জানা যাচ্ছে, ত্রিহানা চা বাগানের মোহনলাল ডিভিশনের ৩৭০ জন শ্রমিক কাজ করেন। অভিযোগ, মহালয়া কেটে গেলেও বোনাস দিচ্ছে না কর্তৃপক্ষ। তাই এদিন কাজ বন্ধ রেখে অফিসের সামনে বিক্ষোভ দেখান শ্রমিকরা। ২০% বোনাসের দাবিতে আন্দোলন করেন তাঁরা। পুজোর আগে বোনাস না পেলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।
আরও পড়ুনঃ শহরের বুকে ৩৫ ফুটের রেডিও! উত্তরের নামী পুজোয় বড় চমক, ফিরছে বাঙালির হারিয়ে যাওয়া নস্ট্যালজিয়া
advertisement
জানা গিয়েছে, গত ১৯ সেপ্টেম্বর মালিকপক্ষ ১৪ শতাংশ হারে দুই কিস্তিতে বোনাস দেওয়ার আশ্বাস দেয়। চা বাগানের শ্রমিকেরা এই শর্ত মানেননি। এদিন বিক্ষোভে শামিল হন তাঁরা।
শ্রমিকদের অভিযোগ, বাগান তৈরির সময় নিজেরাই বাগানকে জমি দিয়ে চা বাগান তৈরি করতে সাহায্য করেছিলেন। শর্ত ছিল, জমিদাতাদের শ্রমিক হিসাবে স্থায়ী পদে নিয়োগ দিতে হবে। নিয়োগ দেওয়া হলেও, তাঁদের অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ। পুজোর আগে বোনাস না পেলে এরপর বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলে হুমকি দিয়েছেন শ্রমিকরা। যদিও বাগানে কর্তৃপক্ষকে দেখা যায়নি।