সরকারি নির্দেশের পরেও বিভিন্ন চা বাগানে পুজোর বোনাস নিয়ে টালবাহানার অভিযোগ। নকশালবাড়ির অটল চা বাগানের সাতভাইয়া ডিভিশনে বোনাস নিয়ে বিক্ষোভ। দুর্গাপুজোর আগে বোনাস না পেয়ে বিক্ষোভে শামিল শ্রমিকরা।
আরও পড়ুনঃ ভরা বর্ষায় খাবারের আকাল! লোকালয়ে ঢুকে পড়ল ৩৫টি দাঁতাল হাতির দল! ভয়ে কাঁটা এলাকাবাসী
জানা যাচ্ছে, সাতভাইয়া ডিভিশনে ৫০০ জন শ্রমিক কাজ করেন। অভিযোগ, পুজোর আর ২ দিন বাকি থাকলেও বোনাস দিচ্ছে না কর্তৃপক্ষ। তাই এদিন কাজ বন্ধ রেখে চা বাগানের শ্রমিকেরা অফিসের সামনে বিক্ষোভ দেখান। জানা গিয়েছে, মালিকপক্ষ ১৫ শতাংশ বোনাস, বাকি ৫ শতাংশ পরে দেওয়ার আশ্বাস দিলেও শ্রমিকেরা এই শর্ত মানতে চাননি। এরপর এদিন বিক্ষোভে শামিল হন তাঁরা।
advertisement
শ্রমিকদের অভিযোগ, আগে থেকেই মজুরি দেয়নি চা বাগান কর্তৃপক্ষ। এবার দুর্গাপুজোর আগে বোনাস না পেলে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।