ভরা বর্ষায় খাবারের আকাল! লোকালয়ে ঢুকে পড়ল ৩৫টি দাঁতাল হাতির দল! ভয়ে কাঁটা এলাকাবাসী
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Elephants Enter Paddy Field: বেশ কিছুক্ষণ ধান চাষের জমিতে দাপট দেখানোর পর অবশেষে দাঁতাল হাতির দল সাঁকরাইলের কুলটিকরির পথ ধরে। এছাড়াও খাবারের সন্ধানে জঙ্গলমহলে পরিচিত দাঁতাল হাতি রামলাল ঝাড়গ্রামের জাতীয় সড়কে দাপিয়ে বেড়ায় বলে খবর
ঝাড়গ্রাম, রাজু সিংঃ ভরা বর্ষায় জঙ্গলে খাবারের আকাল। মাঠেও সেই রকম কিছু নেই। এদিকে জমিতে বিঘার পর বিঘা ধান চাষ হয়েছে। বুধবার খাবারের সন্ধানে সাতসকালেই লোকালয়ে ঢুকে পড়ল গজরাজের দল। ঝাড়গ্ৰামের জাতীয় সড়কের গুপ্তমনি এলাকা সহ বেশ কয়েকটি এলাকায় দাঁপিয়ে বেড়ায় দাঁতাল হাতির দল। সেই দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।
জানা যাচ্ছে, ছোট বড় মিলিয়ে ওই দলে মোট ৩৫টি হাতি ছিল। একটা-দু’টো নয়, ঘুম থেকে উঠে ধান চাষের জমিতে একসঙ্গে এতগুলি হাতি দেখে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়ায়।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে খুশির হাওয়া! চার দশকের বেশি পুরনো ‘এই’ পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, উৎসবের মেজাজ এলাকায়
খাবারের সন্ধানে হাতিদের এই যাযাবর প্রবৃত্তি আজকের নয়। খাদ্যের খোঁজে জঙ্গল ছেড়ে হাতির দল লোকালয়ে চাষের জমিতে ঢুকে পড়ে। ভয়ে এদিক-ওদিক ছুটে বেড়ান গ্রামবাসীরা। দাঁতালের দলটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
advertisement
জানা যাচ্ছে, বেশ কিছুক্ষণ ধান চাষের জমিতে দাপট দেখানোর পর অবশেষে দাঁতাল হাতির দল সাঁকরাইলের কুলটিকরির পথ ধরে। এছাড়াও খাবারের সন্ধানে জঙ্গলমহলে পরিচিত দাঁতাল হাতি রামলাল ঝাড়গ্রামের জাতীয় সড়কে দাপিয়ে বেড়ায় বলে খবর। পুজোর আবহে এহেন ঘটনায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jhargram,Paschim Medinipur,West Bengal
First Published :
September 24, 2025 1:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভরা বর্ষায় খাবারের আকাল! লোকালয়ে ঢুকে পড়ল ৩৫টি দাঁতাল হাতির দল! ভয়ে কাঁটা এলাকাবাসী

